প্রায় ৯২ হাজার পাউন্ড ক্ষতিপুরন পাচ্ছেন প্রিন্সেস কেইট : Duchess wins damages over topless photos

ব্রিটবাংলা রিপোর্ট : ডাচেস অব কেমব্রিজ কেইট মিডলটনের অর্ধনগ্ন ছবি প্রকাশ করায় প্রায় ৯২ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিচ্ছে ফরাসি সাময়িকী ‘ক্লোজার’।

প্যারিসের একটি আদালত কেটকে ক্ষতিপূরণ হিসেবে ১শ হাজার ইউরো অর্থাৎ প্রা ৯২ হাজার পাউন্ড দিতে ক্লোজার সাময়িকীকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ‘ক্লোজার’-এর সম্পাদক ও মালিককে ৪১ হাজার ৩০০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে।

কেট ও উইলিয়াম তৃতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন, সোমবার এই ঘোষণার দেওয়ার এক দিন পরই পাঁচ বছর ধরে চলা মামলার রায় ঘোষণা হলো। যাতে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাচ্ছেন তাঁরা। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। এই সপ্তাহে চার বছরের প্রিন্স জর্জ স্কুলে যাওয়া শুরু করল। মেয়ে প্রিন্সেস শার্লটের বয়স এখন দুই।

২০১২ সালে স্বামীর সঙ্গে ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন কেট। সেখানে অবস্থানকালে এসব ছবি তোলা হয়। ছবিগুলো দূর থেকে তুলতে সক্ষম লেন্স দিয়ে তোলা। এগুলো ঝাপসা হলেও উইলিয়াম ও কেটের অবস্থান পরিষ্কার। ওই বছরের সেপ্টেম্বরে ক্লোজারের চার পৃষ্ঠাজুড়ে এই রাজদম্পতির ছবি ছাপা হয়। এর মধ্যে কয়েকটিতে কেট টপলেস অবস্থায় রয়েছেন। এ ঘটনায় রাজপরিবারের মর্যাদাহানি হওয়ার অভিযোগে প্যারিসের নানতেরে আদালতে প্রায় ১৫ লাখ ইউরো ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন ব্রিটিশ পরিবার।

ওই ছবিগুলো পরে আয়ারল্যান্ডের ডেইলি স্টার ও ইতালির ‘চি’ সাময়িকীতেও প্রকাশ করা হয়। এ ঘটনায় উইলিয়াম ও কেট রাজপরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলাটি করেন। ছবিগুলো যাতে আর কেউ প্রকাশ বা ব্যবহার করতে না পারে, এ বিষয়েও নির্দেশনা চান ওই মামলায়।

Duchess wins damages over topless photos

The Duke and Duchess of Cambridge have been awarded 100,000 euros (£92,000) in damages after a French magazine printed topless pictures of Catherine.
A French court ruled the images used by Closer – taken as the couple holidayed in Provence five years ago – had been an invasion of their privacy.
The judge fined Closer magazine’s editor and owner 45,000 euros – the maximum amount allowed.
The damages – 50,000 euros to each royal – fall short of the 1.6 million euros (£1.5m) sought by lawyers for Prince William and Catherine.
‘Unjustified intrusion’
Long-lens images of Catherine sunbathing on a terrace were published on the front and inside pages of the Closer publication – which is separate to the UK’s Closer magazine – in 2012.
Presiding judge Florence Lasserre-Jeannin also instructed regional newspaper La Provence, which printed images of the duchess in her swimwear, to pay 3,000 euros in damages during the hearing at the Tribunal de Grande Instance de Nanterre.

The judgement follows the trial of six people, including photographers and the former editor of Closer, which began in May.
All six defendants were convicted of charges relating to the taking and publication of the images.

Advertisement