ফিজি নেতা বাইনিমারামা মার্কিন কূটনীতিকের দেখা পেলেন না

ফিজির প্রধানমন্ত্রী বাইনিমারামা শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ওয়াশিংটনে নির্ধারিত বৈঠকে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন। জানুয়ারিতে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য তিনি অস্ট্রেলিয়া যাওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে।ফ্র্যাঙ্ক বাইনিমারামা ২০০০ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে মূলত ৩৭ বছর পর ফিজি সফরের ব্যাপারে ওয়াশিংটনে তাঁর বৈঠক ছিল। খবর এএফপি’র।প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ অঞ্চল সফরে মার্কিন অঙ্গিকারকে গুরুত্ব দেওয়ায় ব্লিঙ্কেন বাইনিমারামার পরিবর্তে ফিজির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আইয়াজ সাঈদ-খাইয়মের সঙ্গে বৈঠক করেছেন। ৬৭ বছর বয়সী বাইনিমারামা এখনও সূস্থ হয়ে ওঠার জন্যে মেলবোর্নে রয়েছেন বলে মনে করা হচ্ছে, তবে জানুয়ারির মাঝামাঝি অস্ত্রোপচারের ঘোষণার পর থেকে তার কোনো ছবি প্রকাশ পায়নি।প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতা বাইনিমারামা ২০০০ সালে একটি সামরিক সরকারের নেতৃত্ব দেন এবং ২০০৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হন।বাইনিমারামা ২০১৪ ও ২০১৮ সালে গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভ করেন এবং এই বছর পুনঃনির্বাচনের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement