বছরের শেষ এবং প্রথম দিনে লন্ডনে ছুরিকাঘাতে ৪ জনের প্রাণহানী : Four young men die in New Year London stabbings

ব্রিটবাংলা ডেস্ক : বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম প্রহরে লন্ডনে ছুরিকাঘাতে ৪ জনের প্রাণহানী হয়েছে। এদের মধ্যে ৩ জনের প্রাণহানী হয়েছে বিদায়ী বছরের শেষ প্রহরে। আর ১ জনের প্রাণহানী হয়েছে নতুন বছরের প্রথম প্রহরে। এছাড়া নতুন বছরে আরো এক তরুন ছুরিকাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এনফিল্ডের ১৮ বছরের এক কিশোর হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিদায়ী বছরের শেষ প্রহরে নিউহ্যামের ম্যামোরিয়াল এভিনিউতে ২০ বছরের এক তরুন এবং টিউস হিলে ১৭ বছরের আরেক কিশোর নিহত হয়। অন্যদিকে নিউইয়ারের প্রথম প্রহরে লন্ডনের ওল্ড স্ট্রীটে ২০ বছরের আরেক তরুন নিহত হয়। একই ঘটনায় ২০ বছরের ওপর তরুন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিদায়ী বছরে ছুরিকাঘাতে লন্ডনে বিভিন্ন বয়সের অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Four young men were killed in stabbing incidents in London amid New Year celebrations, the Met Police has said.

Three were stabbed on New Year’s Eve and a fourth in the early hours of New Year’s Day in unrelated incidents.

Another young man stabbed on New Year’s Day is in a critical condition in hospital.

Five men have been arrested over the death of an 18-year-old in Larmans Road, Enfield. No other arrests have been made.

In the other attacks, a 20-year-old man was fatally stabbed in Memorial Avenue, West Ham, and a 17-year-old boy was killed in Norwood Road, Tulse Hill, on New Year’s Eve.

Early on New Year’s Day, a 20-year-old man was fatally wounded in Bartholomew Court, Old Street. A second man in his 20s suffered critical stab injuries in the same incident.

The fatalities in the final hours of 2017 took the number of people stabbed to death in the capital last year to 80, the Met said.

Advertisement