বর্তমানে আক্রান্তদের ২০ শতাংশেরই ওমিক্রন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে।সোমবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। সোমবার শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশে পৌঁছে গেছে।অনেকেই ধারণা করছেন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলতে চাই, দেশে এখনও ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।

Advertisement