বান্দরবানে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ১

ব্রিট বাংলা ডেস্ক :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিকে অংচায় মং (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

এ সময় মংখিচা (৫৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ৮নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী আসমত আলী এবং বাবুল তঞ্চঙ্গ্যা দু’জনের কর্মী-সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে জালভোট দেয়ার অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে পাহাড়ি-বাঙালি উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে অংচায় মংয়ের (৪৫) মৃত্যু হয়।

এ ঘটনায় মংখিচা (৫৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে গুলিবর্ষণের পর ঘুমধুম ইউনিয়নজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পাহাড়ি-বাঙালি উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এসদাদ উল্লাহ বলেন, সাড়ে ৩টার দিকে ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলি এবং সহিংসতার ঘটনা ঘটে। এ সময় কিছুক্ষণ ভোটগ্রহণও বন্ধ ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ করে। গুলিতে একজন মারা গেছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

Advertisement