বাস-অটোরিকশা সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৩

সিলেটের বিশ্বনাথে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী একজন নিহত এবং আরও ৩জন আহত হয়েছেন। নিহতের নাম ফাহিম আহমদ (১৮)। সে উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের মো. পিয়ার আলীর ছেলে। সে বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ থেকে এবছর মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টারদিকে পৌর শহরের চান্দশীরকাপন এলাকার মর্নিং স্টার একাডেমীর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টারদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার গুরুতর আহত হওয়া অন্য তিনজনকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, কোনারাই গ্রামের আরব আলীর ছেলে পাবেল আহমদ (১৮), জমির আলীর ছেলে রুহুল আমীন (২২) এবং আব্দুর রশিদের ছেলে রনি মিয়া (১২)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে বাগিছা বাজার থেকে (মৌলভীবাজার-থ-১১-০৯৬৩) অটোরিকশাযোগে বিশ^নাথ পৌরশহরের পরীক্ষা কেন্দ্র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন ফাহিম আহমদ। এসময় চান্দশীরকাপন যাবার পর জগন্নাথপুরগামী (ঢাকা মেট্রো-জ ১১-২০২৭) বাস বেপরোয়াগতিতে এলে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফাহিম আহমদসহ ৪জন গুরুতর আহত হন। পরে ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পর ফাহিম মারা যান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন (অটোরিকশা ও বাস) দু’টিকে জব্দ করেন। তবে, এ ঘটনায় কাউকে আটক কংিবা গ্রেপ্তার করা হয়নি।বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মানিক মিয়া এ প্রতিবেদককে বলেন, ফাহিম আহমদ তার কলেজের একজন মেধাবী ছাত্র ছিল। এবছর মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষাও দিচ্ছিলো সে। কলেজে তার রোল নম্বর ছিল ৬৭ এবং সিলেট বোর্ডের পরীক্ষার রোল নম্বর ছিল ৩০৩৮৯৭।বিশ্বনাথ থানার ওসি তদন্ত মোহাম্মদ জাহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী একজন নিহত হয়েছেন এবং আরও ৩জন আহত হয়েছেন। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং বাস চালককে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে বলেও জানান তিনি।

Advertisement