বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি ২৬৬ জন

দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৬৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২০২ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ১৫ জন ও ঢাকার বাইরে ১৮৭ জন রোগী ভর্তি আছেন।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৬৬ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২২০ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৬ জন।চলতি বছর ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৩৫৬ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১১০ জন।এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪২ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

Advertisement