বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

দীর্ঘদিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন তামিম ইকবাল। যে কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হয়নি তাঁর। এমনি বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের দলেও নেই বাংলাদেশের এই ওপেনার। পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকলেও ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড সভাপতি পাপন ভাই, আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার বিশ্বকাপ দলে থাকা উচিত।’ওয়ানডে ও টেস্ট খেললেও দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি দলের বাইরে বাঁহাতি এই ওপেনার। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর প্রায় ১৭ মাস কেটে গেলেও বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলা হয়নি তাঁর। তবে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন তামিম।

Advertisement