বিশ্বের সেরা ৮ জুয়ার আড্ডা

ব্রিট বাংলা ডেস্ক :: জোহানেসবার্গ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ইলান্দ নদী তীরে অবস্থিত।

ক্যাসিনো হিসেবে যাত্রা করে ১৯৭৯ সালে বর্ণবাদবিরোধী আন্দোলনে ব্যবসায়ী সোল কার্জনার এর প্রতিষ্ঠা করেন

যুক্তরাষ্ট্রে সাংস্কৃতিক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এর হাতেখড়ি

ফক্সউডস রিসোর্ট ক্যাসিনো

ফক্সউড ক্যাসিনোর প্রতিষ্ঠা ১৯৮৬ সালে এতে দুটি হোটেল টাওয়ার । প্রত্যেক টাওয়ারে ২ হাজার ২৬৬টি কক্ষ। এর ৬ হাজার ৩০০ স্লটে ৯০০ কোটি ডলার লেনদেন হয়েছে

ক্যাসিনো ডি মন্টিকার্লো

১৮৬৩ সালে প্রিন্সেস ক্যারোলিন এর প্রতিষ্ঠা করেন। ১৮৭৮-৭৯ সালে ব্যাপক সংস্কার।

মোনাকো সরকার ও ক্ষমতাসীন রাজ পরিবার কর্তৃক পরিচালিত

সিজার্স প্যালেস

নেভাডার প্যারাডাইসে অবস্থিত একটি বিলাসবহুল হোটেল

গ্রিক-রোমান স্থাপত্য রীতিতে ১৯৬৬ সালে নির্মাণ

হোটেলে কক্ষ সংখ্যা ৪ হাজার ৩৯১।

১৯৭৪ থেকে ২০১৬ জন পর্যন্ত সাতবার সংস্কার

ভ্যানেতিয়ান

২০০৭ সালে

উদ্বোধন যুক্তরাষ্ট্রের ভ্যানেতিয়ান লাসভেগাসের অনুকরণে নির্মিত

৩৮ তলা হোটেল টাওয়ারে ২ হাজার ৯০৫টি কক্ষ রয়েছে

এম্পায়ার

লন্ডনের সবচেয়ে ব্যস্ত ক্যাসিনো।

লেইসেস্টার স্কয়ারে অবস্থিত।

এটাকে লাসভেগাস ক্যাসিনোর লন্ডন সংস্করণ বলা হয়।

জুয়ার আসর ছাড়াও রেস্টুরেন্ট ও ককটেল বার রয়েছে

ক্যাসিনো ব্যাডেন ব্যাডেন

জার্মানির ব্ল্যাক ফরেস্টের একপ্রান্তে অবস্থিত। ১৭০০ সালের দিকে রোমানরা এটাকে চিকিৎসালয় হিসেবে প্রতিষ্ঠা করে। ১৭৪৮ সালে প্রথম জুয়া শুরু হয়। ১৮৩৮ সালে ক্যাসিনোতে রূপান্তর

উইন স্টার ক্যাসিনো

২০০৪ যাত্রা শুরু করে। ২০০৯ সালে উইন স্টার ওয়ার্ল্ড ক্যাসিনো নামকরণ। ১২ তলাবিশিষ্ট ভবনটিতে ৩৯৫টি কক্ষ

২২৫ একর জমির ওপর একটি গলফ ক্লাবও আছে

Advertisement