বৃটিশএডুকেশন এওয়ার্ডের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

৩য় বারের মতো অনুষ্ঠেয় এওয়ার্ডটি সফল ভাবে সম্পন্ন হতে কমিউনিটির সহায়তা কামনা।

ব্রিটবাংলা রিপোর্ট: বৃটিশ এডুকেশন এওয়ার্ডের ৩য় আয়োজনকে সামনে রেখে সোমবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে বাংলা মিডিয়ার সাথে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেলিব্রেটিং এক্সিলেন্স ইন ইডুকেশন শিরোনামে অনুষ্ঠেয় এওয়ার্ড সিরোমনিটি বৃটেনের একমাত্র জাতীয় ইভেন্ট।

যা শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করছে না, সেই সাথে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডের মধ্যে এক মিলন মেলার আয়োজন করেছে। পুরো মেইন স্ট্রিম মান এবং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নমিনেশন গ্রহন করে চুড়ান্ত বাছাই হচ্ছে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে।


২০১৭ সালে এওয়ার্ডটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় লন্ডনে। ২০১৯ সালে ৩য় আসরটি ৩১ জানুয়ারী, বৃহষ্পতিবার মানচেষ্টারে হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে। মেইনস্ট্রিম এ এওয়ার্ডের ফাউন্ডার ও বৃটিশ বাংলাদেশী মিডিয়া এক্টিভিস্ট আমীন বাবর চৌধুরী বলেন ‘‘৩য় বারের মতো এ অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে একজন বাংলাদেশী হিসেবে গর্ববোধ করছি। সেই সাথে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং কমিউনিটিকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগীতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বৃটেনের প্রধান শহরগুলিতে পর্যায়ক্রমে এ অনুষ্ঠানটি আয়োজনের প্রত্যয় রয়েছে।’’


সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানচেষ্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রথম মুসলিম অরিজিন গভর্ণর ও আল হাবীব ফাউন্ডেশনের চেয়ার শিক্ষাবিদ ও সমাজসেবী মোহাম্মদ হাবীব উল্লাহ ওবিই জেপি। তিনি বলেন, ‘‘আমরা যদি মূলধারার সাথে তাল মিলিয়ে এগুতে চাই তাহলে অবশ্যই শিক্ষাক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। সেই সাথে মেইনস্ট্রিম কর্মকান্ডে আরো বেশী সম্পৃক্ত হতে হবে। তবেই বৃটেন ও বাংলাদেশে নিজেদের অবস্থান সুদৃঢ় হবে।’’


এছাড়াও ইভেন্টটির পৃষ্টপোষক, রয়েল এয়ারফোর্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেনি ব্রেইশো, তিনি বলেন, ‘‘জঅঋ জাতীয় এ পোগ্রামটির সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে চাইছে। সেই সাথে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এশিয়ান কমিউনিটির কাছে আহবান রাখবো, ক্যারিয়ার হিসেবে আপনাদের প্রজন্মদের অবশ্যই এর রিক্রুটমেন্ট এবং এপ্রেনটিসিপের সুযোগ বিবেচনা করবেন।’’
এতে উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ শামীম আহমেদ,

পাঁচটি রিজিয়ন থেকে চারটি ক্যাটাগরিতে বিশটি এবং স্পেশাল এচিভমেন্ট ক্যাটাগরিতে পাঁচটি এওয়ার্ড প্রদান করা হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারোও নমিনেশনের মধ্যে ৬০/৭০ জনকে ফাইনালিস্ট হিসেবে মূল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

Advertisement