‘বৃটেনে আপাতত ভ্যাকসিনের ৪র্থ ডোজের প্রয়োজন নেই’

এখনই কোভিড ভ্যাকসিনের ৪র্থ ডোজ গ্রহণের প্রয়োজন নেই বলে মনে করছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা। কারণ, বুস্টার ডোজই এখন মানুষকে গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা করছে। প্রবীণদের মধ্যে ওমিক্রনের প্রভাব নিয়ে করা গবেষণায় এমন ইতিবাচক ফলাফল পেয়েছেন তারা। বৃটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্য বলছে, বুস্টার ডোজ প্রদানের ৩ মাস পার হয়েছে। এখনো ৬৫ বছরের বেশি বয়স্কদের মধ্যে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ৯০ শতাংশ সুরক্ষা দিচ্ছে এটি। মাঝারি মাত্রার উপসর্গও ৩০ শতাংশ হ্রাস পেয়েছে গত ৩ মাসে। তাই যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের শীগগিরই তৃতীয় ডোজ নেয়ার আহ্বান জানানো হয়েছে।বিবিসির খবরে জানানো হয়, দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করলে ৩ মাসের মাথায় সুরক্ষার মাত্রা কমে ৭০ শতাংশে নেমে আসে।৬ মাসের মাথায় এটি কমে হয় ৫০ শতাংশ। তাই এখন তৃতীয় ডোজ দেয়াকে প্রাধান্য দিয়ে নীতি নির্ধারণ করছে বৃটেনের জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন। ইসরাইলের মতো অনেক দেশই যদিও ৪র্থ ডোজ প্রদান শুরু করেছে। ওমিক্রন থেকে নাগরিকদের সুরক্ষিত করতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইসরাইল জানিয়েছে, ৪র্থ ডোজ প্রদানের পর দেহে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। উল্লেখ্য, ব্রিটেনে এখন পর্যন্ত ৩ কোটি ৫০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।

Advertisement