বৃহস্পতিবার ঈদ : ইস্ট লন্ডন মসজিদ এবং ব্রিকলেন মসজিদে ঈদ জামাতের সময় সূচী

ব্রিটবাংলা ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইউকে, ইউরোপ এবং আমেরিকায় পবিত্র ঈদ উল ফেতর উদযাপিত হবে। তবে এরিমধ্যে ঈদ জামাতের প্রস্তুতি শুরু হয়েছে। ব্রিটেনের বিভিন্ন মসজিদে ঘোষিত হয়েছে ঈদে জামাতের সময় সূচী। করোনা বিধি নিষেধ মেনে ঈদের জামাত হলেও লকডাউন আইন অনুযায়ী ১৭ মে’র আগে কোলাকুলি করা বেআইনী ইংল্যান্ডে।

ইউকের সর্ব বৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারে এবার পাঁচটি ঈদের জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ঈমামতি করবেন শায়খ আব্দুল কাইয়ুম। দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, ঈমামতি করবেন আবুল হোসেন খান। সাড়ে ৯ চায় তৃতীয় জামাতে ঈমামতি করবেন হোসাইন ইব্রাহিম। সাড়ে ১০টায় চতুর্থ জামাতে ঈমামতি করবেন শায়খ মোহাম্মদ মাহমুদ। সর্বশেষ জামাত হবে সাড়ে ১১টায়। এতে ঈমামতি করবেন শায়খ শাফিউর রাহমান।

প্রতিটি জামাতে মুসল্লিদের নিজ নিজ জায়নামাজ নিয়ে আসতে হবে। অজু করে আসতে হবে। মানতে হবে সামাজিক দূরত্বের নিয়ম। জামাত আরম্ভ হওয়ার আধা ঘন্টা আগে মসজিদের দরোজা খুলে দেওয়া হবে। দরোজা খোলার পূর্ব পর্যন্ত শৃঙ্খলার সাথে লাইনে  দাঁড়িয়ে অপেক্ষা করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইস্ট লন্ডন মসজিদ কর্তৃপক্ষ।

এদিকে বাঙালী পাড়ার অপর মসজিদ ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে চারটি জামাত অনুষ্ঠিত হবে। ব্রিকলেন মসজিদে সাড়ে ৮টা, সাড়ে ৯টা, সাড়ে ১০টা এবং সাড়ে ১১টায় সর্বমোট চারটি জামাত অনুষ্ঠিত হবে। বর্তমানে যেভাবে নামাজ আদায় করে হচ্ছে একইভাবে ঈদের জামাতগুলোও করোনা বিধি নিষেধ মেনে অনুষ্ঠিত হবে।

Advertisement