বেগের ভেতরে কৃত্রিম হার্ট নিয়ে চলছে সালোয়ার জীবন (ভিডিওসহ) : Woman who carries her heart in a backpack

ব্রিটবাংলা ডেস্ক : হার্ট ছাড়া জীবন অচল। অথচ হার্ট ছাড়াই বেঁচে আছেন ইস্ট লন্ডনে ইলফোর্ডের বাসিন্দা সালওয়া হোসাইন! ব্যাকপেকে আর্টিফিশিয়াল হার্ট নিয়ে ঘুরছেন। কারো দানকৃত হার্ট না পাওয়ার পূর্ব পর্যন্ত ব্যাটারি চালিত এই হার্ট নিয়েই চলতে হবে ৩৯ বছর বয়সী সালওয়াকে।
মিডিলসেক্সের হার্টফিল্ড হাসপাতালের চিকিৎসকরা ব্যাগের মধ্যে একটি ডিভাইস দিয়ে হার্ট ফেইল রোগী সালওয়াকে বাঁচিয়ে রাখার সর্বশেষ চেস্টা করছেন। ইউকের মধ্যে একমাত্র এই হাসপাতালেই হার্টফেইল রোগিদের জন্যে এই ডিভাইস ব্যবহার করা হয়। এতে ব্যয় হয় প্রায় ৮৬ হাজার পাউন্ড।
এই ডিভাইসটি রোগির শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। এই ডিভাইসের কারণে দৈনন্দিন জীবনের অন্যান্য কাজও করতে পারছেন দুই সন্তানের মা সালওয়া হোসাইন।
ইউকের মধ্যে সালওয়া হোসাইনই প্রথম মহিলা যিনি আর্টিফিশিয়াল হার্ট নিয়ে বেঁচে আছেন। এর আগে ২০১১ সালে ৫০ বছর বয়সী আরেক ব্রিটিশ পুরূষকেও আর্টিফিয়াশ হার্ট দিয়ে বাঁচানো হয়েছিল।

Woman who carries her heart in a backpack

A British mother has had a life-changing operation so radical, she now effectively carries her heart in a backpack. Selwa Hussain, 39, has become only the second-ever person in Britain to be given an artificial heart after a six-hour operation.

A battery-powered pump and electric motor inside the 15lb bag pushes air through tubes to feed plastic chambers in Selwa’s chest. This pushes blood around her body. The mum-of-two, from Ilford, east London, was taken to Harefield Hospital, west London, in July after suffering heart failure.

 

She was too ill for a heart transplant and her husband Al agreed she be given an artificial organ. Selwa’s diseased natural heart was removed by surgeons and replaced with an artificial implant and the specialist unit on her back at the hospital, famous across the world for its heart and lung centres. It cost £86,000 ($116,000) to make in the US.

 

Medics concluded Selwa’s sudden heart failure was caused by a condition called cardiomyopathy that can, in very rare cases, be triggered by pregnancy. The first person in the UK to have been given an artificial heart was a 50-year-old man in 2011. The surgery was performed at Papworth Hospital near St Neots, Cambridgeshire.

 

 

Advertisement