বো কমনে নতুন প্রাইমারী ও নার্সারী স্কুলে ৪০০ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ

ব্রিটবাংলা : বো কমনে প্রাইমারী ও নার্সারী শিক্ষার্থীদের জন্য নতুন ৪০০ এর বেশী আসন নিয়ে চালু হয়েছে সেন্ট পলস ওয়ে ফাউন্ডেশন স্কুল। এই শিক্ষা প্রতিষ্ঠানটি সেন্ট পলস ওয়ে ট্রাস্ট এন্ড সেকেন্ডারী স্কুল এন্ড সিক্সথ ফর্ম এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। নতুন ভবনে ৩৯০ টি প্রাইমারী আসন এবং ৩০টি নার্সারী আসন রয়েছে।
৩১ অক্টোবর বুধবার নতুন এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন ইউনিভার্সিটি স্কুল ট্রাষ্ট সিইও গ্রাহাম প্রাইস। উল্লেখ্য ইউনিভার্সিটি স্কুল ট্রাস্ট এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে চালায়।

উদ্বোধনকালে গ্রাহাম প্রাইস বলেন, পাচ বছর আগে আমরা এইরকম একটা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্কুলের স্বপ্ন দেখেছিলাম যা এখন বাস্তব। আমরা আশা করছি এই প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে তাদের জীবন মান উন্নয়নে সহায়তা করবে।
প্রায় ৮.৫ মিলিয়ন পাউন্ড খরচ কওে গড়া এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে কমিউনিটি সেন্টার, স্পোর্টস হল, প্রাকৃতিক পরিবেশে বসে পড়াশুনার ব্যবস্থা। খুব শিঘ্রই কমিউনিটি সেন্টার এবং স্পোর্টস হল স্থানীয় বাসিন্দাদের জন্য খুলে দেয়া হবে।
উল্লেখ্য সেন্ট পলস ওয়ে ফাউন্ডেশন স্কুল অফষ্টেড রেটিংয়ে আউটষ্ট্যান্ডিং এবং বর্তমানে ১০০০ শিক্ষার্থী রয়েছে।

Advertisement