ব্রিটেনের ১০টি কাউন্সিলের মধ্যে অন্তত ৪টিতে এপ্রিলে করোনায় কারো মৃত্যু হয়নি

প্রত্যাশা অনুযায়ী স্বাভাবিক হয়ে উঠছে ব্রিটেনে করোনা পরিস্থিতি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রতি ১০টি কাউন্সিলের মধ্যে অন্তত ৪টি কাউন্সিলে এপ্রিল মাসে করোনায় কারো মৃত্যু হয়নি। এর উদাহরণ হিসেবে বলা হয়েছে প্লেমাউথের নাম। শহরটিতে প্রায় ৫০ লাখের বেশি মানুষের বসবাস। কিন্তু গত ৫৮ দিনে প্লেমাউথে করোনায় কারো মৃত্যু হয়নি। অন্যদিকে গত ৬০ দিনে করোনোয় কারো মৃত্যু হয়নি অক্সফোর্ডেও। অর্থাৎ ব্রিটেনে প্রতি ১০টি কাউন্সিলের মধ্যে অন্তত ৪টি কাউন্সিলে গত এক মাসে করোনায় মৃত্যুর রেকর্ড নেই বলে বিবিসি জানিয়েছে।
এই মৃত্যুর হার গত জানুয়ারীর চাইতে অনেক কম। জানুুয়ারীতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল। ধীরে ধীরে সংক্রমন কমতে শুরু করে। এরপর প্রথমে দুটি কাউন্সিলে কারো মৃত্যু হয়নি বলে রেকর্ড করা হয়েছিল। ক্রম্বান্বয়ে মৃত্যুর রেকর্ড নেই এমন কাউন্সিলের সংখ্যা বাড়ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, কিছু কিছু কাউন্সিলের করোনায় কারো মৃত্যু বা আক্রান্তের রেকর্ড না হলেও অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনে করোনা রোগির মৃত্যুর হার কমলেও পঞ্চাশোর্ধ্বরা এখনো কিছু ঝুঁকির মধ্যে রয়ে গেছেন। তাই সবাইকে ভ্যাকসিন গ্রহণের পূর্ব পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকেও। উল্লেখ্য বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে ৪০ থেকে ৪১ বছর বয়সীদের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।

Advertisement