ব্রিটেনে তীব্র জ্বালানি সংকট, নামতে পারে সেনাবাহিনী

যুক্তরাজ্যের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানিশূন্য হয়ে পড়ার আতংকে গাড়িচালকরা হুমড়ি খেয়ে জ্বালানি কেনার কারণে পরিস্থিতি আরও অস্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে। ওই খারাপ অবস্থা মোকাবেলায় দেশটির সরকার সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা কথা জানিয়েছে।সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সংকটে দেশটির বড় শহরগুলোর অধিকাংশ রিফুয়েলিং স্টেশন বন্ধ হয়ে আছে। জ্বালানির নতুন সরবরাহ কবে আসবে সেটি সঠিকভাবে জানা নেই কারো।গত সপ্তাহের শেষ দিকে জ্বালানি সরবরাহে ঘাটতির বিষয়ে সতর্ক করার পর যুক্তরাজ্যজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। মানুষ গাড়ি নিয়ে পেট্রল পাম্পগুলোর দিকে ছুটতে শুরু করে। তেল ভরার জন্য লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকে তারা আর এভাবে ব্রিটেনজুড়ে পাম্পগুলো জ্বালানিশূন্য হয়ে পড়ে।

Advertisement