ব্রিটেনে প্রথমবার ২৪ ঘণ্টায় করোনায় ’মৃত্যুশূন্য’ ঘোষণা

২০২০ সালের মার্চ মাস থেকে ব্রিটেনে করোনা মহামারির শুরুর পর থেকে মঙ্গলবার প্রথমবারের মৃত্যু শূণ্য দিন অতিবাহিত হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৬ পাসেন্ট। ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,১৬৫জন। গতকাল সোমবার ছিলো ৩,৩৮৩ জন, রবিবার ছিলো ৩,২৪০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯০ হাজার ৪৩৮ জন।এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে কারো মৃত্যুর রেকর্ড করা হয়নি। গতকাল সোমবার ছিলো ১জন, রবিবার ছিলো ৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৮২ জন।বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭০ জন।এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ১৫৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৭১৯ জন।

Advertisement