ব্রিটেনে প্রবেশে লাগবে করোনা নেগে‌টিভ সা‌র্টিফিকেট

সংক্রমণ ঠেকাতে এবার ভ্রমণকারীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ব্রিটেন। এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত চতুর্থ ব্যক্তি শনাক্ত হয়েছে ভারতে। তৃতীয় ঢেউ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা।দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, বাড়ছে আতঙ্ক। সংক্রমণ ঠেকাতে চলছে পূর্বপ্রস্তুতি। সেই সঙ্গে বিধিনিষেধও।ব্রিটে‌নে ক‌রোনায় আক্রান্ত ও মৃত‌্যুহার বাড়ায় ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার। দেশটিতে ঢুকতে আগ‌ামী মঙ্গলবার থে‌কে করোনা টে‌স্টের নে‌গেটিভ সা‌র্টিফিকেট দেখাতে হ‌বে।

Advertisement