ব্রিটেনে বর্ডার ফোর্স কর্মীদের ৮ দিনের ধর্মঘট শুরু

ব্রিটেনের বড় বিমানবন্দরগুলোতে ধারাবাহিক ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শুক্রবার ছিল প্রথম ধর্মঘট। ২৩ তারিখ থেকে শুরু হওয়া এই ধর্মঘট বছরের শেষ পর্যন্ত চলবে, কেবল ২৭ তারিখ ছাড়া। বর্ডার ফোরস এর কর্মীরা বিমানবন্দরের বাইরে পিকেটিং করেন। তবে ভেতরে যাত্রীদের খুব একটা ভোগান্তি হয়নি।এদিকে অনেক বড় রেলওয়ে স্টেশনে ধারনার চেয়ে বেশী ব্যস্ততা ছিল। যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি হওয়ার শঙ্কায় অনেকে আগে থেকে প্রস্তুতি নিয়েছেন।রেল যাত্রীদের ধর্মঘটের সময়সূচী বিবেচনায় নিয়ে আগে থেকে সতর্কভাবে যাতায়াতের পরিকল্পনা করতে হচ্ছে।আকাশ পথ এবং রেলপথে ধর্মঘটের কারণে বাধা সৃষ্টি হচ্ছে। সড়ক পথের কী অবস্থা? সড়ক পথে তেমন কোন সমস্যা নাই। তবে বৃষ্টি আর রাস্তা মেরামতের কারণে গাড়ি চালকদের কিছু সমস্যা হচ্ছে।মটরওয়েতে ট্রাফিক জ্যাম না হলেও শপিং এবং রিটেইল পার্ক এলাকার আশেপাশে গাড়ির জ্যাম সৃষ্টি হচ্ছে।মহামারির পর এবারের ক্রিসমাসে অন্ততঃ আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সাথে দেখা করতে কোন সমস্যা নেই। সমস্যা একটাই- আকাশপথ আর রেলপথে ধর্মঘটের বাধা পেরিয়ে সময় মতো প্রিয়জনের কাছে পৌঁছানো।

Advertisement