ব্রেক্সিট আলোচনায় আরো অগ্রগতি চায় ইইউ : Brexit: UK and EU negotiators call for more progress

ব্রিটবাংলা রিপোর্ট : ব্রেক্সিট আলোচনার অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের চীফ নিগোশিয়েটর মিশেল বার্নিয়ার। ব্রেক্সিট ইস্যুতে ইউকে ও ইউরোপিয় ইউনিয়নের মধ্যে মাত্র দুই দফা আলোচনা হয়েছে। এর মধ্যেই ইউকে এক ধরনের অনিশ্চিয়তার মধ্যে আছে বলে মনে করছেন তিনি। মিস্টার বার্নিয়ার সতর্ক করে বলেছেন, ইইউর ২৭ সদস্য দেশ এবং ইইউ পার্লামেন্ট ঐক্যবদ্ধ। অনিশ্চিয়তা দূর করে সব ইস্যুতে ইউকের অবস্থান স্বচ্ছ না হলে বিচ্ছেদ কেউ মেনে নেবে না এবং আলোচনায় অগ্রগতি আসবে না। এদিকে ব্রেক্সিট সেক্রেটারী ডেভিড ডেভিস বলেছেন, আলোচনা সফল করতে হলে উভয় পক্ষের নমনীয়তা প্রদর্শনের পাশাপাশি কল্পনাশক্তিকে কাজে লাগাতে হবে। ব্রেক্সিট আলোচনায় ইউকের প্রস্তাবে ইইউ সিটিজেন রাইট এবং ইমিগ্রেশন ইস্যুটি নিয়ে আলোচনা হলেও বাণিজ্য এবং আর্থিক ইস্যুতে এক ধরনের অনিশ্চিয়তা আছে বলে মন্তব্য করেন মিশেল বার্নিয়ার। সবগুলো ইস্যুতে যথাযথভাবে উপস্থাপন করতে না পারলে ইইউর বাকী সদস্য দেশগুলো ব্রেক্সিট মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।

 

Brexit: UK and EU negotiators call for more progress

The European Union’s chief negotiator Michel Barnier has expressed concern about progress so far, as the third round of Brexit talks gets under way.

He warned that UK “ambiguity” must be removed and progress on “separation” issues made before any talks on the future EU-UK relationship.

For his part, UK Brexit Secretary David Davis said both sides had to show “flexibility and imagination”.

The two men spoke at a brief media call before the talks got started.

The two sides have played down the prospect of a breakthrough in this week’s talks.

The EU has accused the UK side of “magical thinking” on the issue of the Irish border.

And the UK has said the Europeans are “massively over-egging” their financial demands on the UK in terms of an “exit” bill.

The third of the main “separation” issues to be resolved covers the rights of EU citizens in the UK and UK citizens in the EU after Brexit.

Mr Barnier said: “We need you to take positions on all separation issues. This is necessary to make sufficient progress. We must start negotiating seriously.

“We need UK papers that are clear in order to have constructive negotiations. And the sooner we remove the ambiguity, the sooner we will be in a position to discuss the future relationship and a transitional period.

“The EU 27 (the EU members excluding the UK) and the European Parliament stand united – they will not accept that separation issues are not addressed properly.

Advertisement