ব্রেক্সিট ইস্যু : চার ব্রিটিশ এমপিকে হত্যার হুমকি : Four British MPs receive Brexit death threat letters

ব্রিটবাংলা ডেস্ক : ব্রেক্সিট সমর্থক চার ব্রিটিশ এমপিকে উড়ো চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই চার এমপির মধ্যে একজন হলেন ব্রিটিশ পার্লামেন্টের সরকারী দলের লিডার এন্ড্রিয়া লিসডম এমপি। গত সোমবার তিনি এই চিঠি পেয়েছেন। তবে পুলিশ বাকী তিন এমপির নাম প্রকাশ করেনি।

এদিকে জ্যাক গোল্ড স্মীথ এমপির নির্বাচনী এলাকার এক সাধারণ ভোটারও সমান চিঠি পেয়েছেন। গত শুক্রবার তিনি এই চিঠি পান।

সব কটি চিঠিতে সমান বার্তা দেওয়া হয়েছে এবং চিঠিগুলোর শেষে লেখা রয়েছে দ্যা রিয়েল ফোরটি এইট পার্সেন্ট।

২০১৬ সালের জুনে অনুষ্ঠিত ইইউ রেফারেন্ডামে রিমেইন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে ৪৮ শতাংশ ভোটার রায় দিয়েছিল। তাই ধরে নেওয়া হচ্ছে ব্রেক্সিট ইস্যুতে চার এমপির মতামতের উপর ভিত্তি করে রিমেইনাররা হত্যার হুমকি দিচ্ছে।

পুলিশ জানিয়েছে, উড়ো চিঠিতে ৪ এমপিকে হত্যার হুমকির ব্যাপারে পুলিশকে অবহিত করা হয়েছে। এরমধ্যে গত ৯ ফেব্রুয়ারী শুক্রবার দুটি এবং ১২ ফেব্রুয়ারী সোমবার দুটি চিঠির ব্যাপারে পুলিশে রিপোর্ট করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।

 

Four British MPs receive Brexit death threat letters

Police are investigating after four MPs including Commons leader Andrea Leadsom received death threats over their views on Brexit.

Staunch Brexiteer Ms Leadsom condemned the message as “despicable” and described its anonymous sender as a “coward”.

The Metropolitan Police confirmed it is investigating after four MPs received similar messages, which were all signed off from “the real 48 per cent”.

The “real 48 per cent” is an apparent reference to the number of people who voted Remain in the June 2016 EU referendum.

Senior minister Ms Leadsom, who campaigned for Leave, revealed she had been sent the death threat letter on Monday.

A constituent of Zac Goldsmith also received a similar letter last week. It is not clear who the other three MPs who received the notes are.

It warned: “If you attempt to take away part of someone’s identity, there are consequences.

“We have watched, you have stoked the fires of Brexit and led us to this moment.

“You can no longer be tolerated. We are coming for you. We are going to kill you.”

A Metropolitan Police spokesman today said: “Police are aware of threatening letters sent to four Members of Parliament at the House of Commons.

“Two of the letters were reported to police on Friday February 9, and two on Monday February 12.

“The letters are being investigated by officers from the Parliamentary Liaison and Investigation Team within the Parliamentary and Diplomatic Protection Command.

“There has been no arrest at this stage. Enquiries are ongoing.”

 

Advertisement