ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ

ভারতে সরকারি হিসাবে মহামারি করোনাভাইরাসে শুক্রবার মৃতের মোট সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। তবে দেশব্যাপী মারা যাওয়ার এ সংখ্যা আরো অনেক বেশি বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। খবর এএফপি’র।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ প্রাত্যহিক হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ৭২ জনের কোভিড-১৯ রোগে মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট পাঁচ লাখ ৫৫ জনে দাঁড়িয়েছে।পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট চার কোটি ১৯ লাখে চলে গেছে।অতিসংক্রামক অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে সাম্প্রতিক সপ্তাহ গুলোতে এ ভাইরাসে আক্রান্তের হার অনেক বেড়ে যেতে দেখা যায়। তবে সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণের হার কিছুটা হ্রাস পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গত সপ্তাহে জানায়,দেশের বিভিন্ন রাজ্যে ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর ইঙ্গিত দিয়েছিল।

Advertisement