ভাষা শহীদমিনার এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কায়ছারুল ইসলাম সুমন, বার্মিংহাম।
বার্মিংহামের স্মল হীথ পার্কে স্থায়ী শহীদ মিনার নির্মানের প্রচেষ্টার সাথে দল-মত নির্বিশেষে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে ‘ভাষা শহীদ মিনার’ আয়োজিত মতবিনিময় সভায়।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বার্মিংহামের স্মল হীথ পার্কে স্থায়ী শহীদমিনার নির্মানের লক্ষে গঠিত ‘ভাষা শহীদ মিনার’ এর উদ্যোগে গত ৩১ ডিসেম্বর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বার্মিংহাম কমিউনিটির জনপ্রিয় মুখ আবু হায়দার চৌধুরী সুইট। সভা পরিচালনা করেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব জমশেদ আলী।

শুরুতে নাট্যকার মুরদ খান স্মল হীথ পার্কে ২০১৪ সাল থেকে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ এবং স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রচেষ্টার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বার্মিংহাম কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যেমে নানা মাত্রিক বাধা সত্ত্বেও স্মল হীথ পার্কে শহীদ মিনার নির্মাণ সম্ভব বলে উল্লেখ করেন। সভায় বক্তারা শহীদ মিনারকে বাঙালী জাতির সকল আন্দোলন-সংগ্রামের চেতনাবাহী স্মারক উল্লেখ করে প্রবাসে বিশেষ করে বার্মিংহামের স্মল হীথ পার্কে নির্মাণে সকল ধরণের সহযোগিতার আম্বাস প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. এম এ খালিক, সৈয়দ লুৎফুর রহমান, হাবিবুর রহমান, কাজী জাওয়াদ, জায়েদ আহমদ খান, এস এম আলম শাহীন, হুমায়ূন কবির চৌধুরী, লুৎফুর রহমান লুকু, মোর্শেদ আখতার বাদল, মজনু মিয়া, আহমদ আলী, সুমিতা সুলতানা, ফাতেমা শামীম, শেফালী আখতার, আমেনা আক্তার (সুমী), মাহবুবুল আলম, মো. হারুনুর রশীদ লালা, কবীর চৌধুরী প্রমুখ।

Advertisement