মমতাকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে অপমান

শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে একটি বৈঠক ডাকা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা তাঁদের প্রতিনিধিরা বক্তব্য রাখছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু, বিস্ময়ের ব্যাপারটি এইখানেই। পশ্চিমবঙ্গের বলার পালা আসতেই ডাকা হল অস্থায়ী রাজ্যপাল লা গণেশকে। এক মাসও দায়িত্ব নেননি লা গণেশ। তিনি রাজ্যের হয়ে বক্তব্য রাখলেন আর মমতা চুপ করে বসে থাকলেন। মমতা বন্দোপাধ্যায় প্রকাশ্যে এই ব্যাপারে মুখ না খুললেও ঘনিষ্ঠ বৃত্তে নিজের ক্ষোভ চাপা রাখেননি। বলেছেন, বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল, আর সেই অমৃত উৎসবের প্রাক্কালে বাংলার বাণীই অশ্রুত রয়ে গেল। তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে ফুঁসছে।তারা মমতার অপমানে বাংলার অপমানই দেখছে। আজ প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগ এর বৈঠক। সেখানেও মমতা আমন্ত্রিত। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয় কিনা সেটাই দেখার।

Advertisement