মরা মুখও দেখতে পারলেন না স্বজনরা

লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় মিলিশিয়া বাহিনীর চাপের মুখে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাফন করে। গত ২৮ মে সকালে ত্রিপলি শহর থেকে ১৮০ কিলোমিটার দূরে মিজদাহ শহরে ওই বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হয়। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলি জানিয়েছেন, মিজদাহ শহরে লিবিয় সরকারের নিয়ন্ত্রণ নেই। পরিবারের সম্মতি ছাড়া মৃতদেহগুলো দাফন না করার অনুরোধে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও মিলিশিয়া বাহিনীর চাপে তা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সায়েদুল ইসলাম বর্তমানে ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের জিম্মায় রয়েছেন বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।

Advertisement