মারা গেছেন সাবেক ফ্রেঞ্চ প্রেসিডেন্ট জ্যাকস চিরাক

ব্রিট বাংলা ডেস্ক :: মারা গেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাকস চিরাক। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত একটানা দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। বার্তা সংস্থা রয়টার্সকে তার জামাতা বলেন, বৃহস্পতিবার সকালে তিনি শান্তির সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ফ্রেঞ্চ পার্লামেন্ট এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শোক প্রকাশ করেছে।
রাজনৈতিক জীবনে সফল জ্যাকস চিরাক ছিলেন, ফ্রান্সের ইতিহাসের দীর্ঘকালীন দায়িত্ব পালন করা প্রেসিডেন্টের তালিকায় দ্বিতীয় স্থানে। দীর্ঘ এক যুগ ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি দেশকে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ন খেলোয়ার হিসেবে পরিণত করেছেন। তিনি ছিলেন ২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্রান্সের জাতীয় মর্যাদা জোরদার করেছিলেন চিরাক। প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাকে এরপর কখনই নিয়মিত প্রকাশ্যে দেখা যায়নি।

Advertisement