মায়ের কবরে সমাহিত ক্যাপ্টেন নওশাদ

রাজধানীর বনানী কবরস্থানে মা নাসিমুস সুবা মুকুল ও বোন রাবেয়া খাতুন মিমুর কবরে সমাহিত করা হয়েছে ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমকে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে তাকে দাফন করা হয়।জানা গেছে, এক বছর বয়সে ১৯৮০ সালে মারা যান নওশাদের বোন রাবেয়া। এই বোনের কবরে ২০১২ সালে তার মাকেও সমাহিত করা হয়।

নওশাদের বাবার বন্ধু ক্যাপ্টেন আব্দুল মাজিদ বলেন, ‘বেলা ৩টায় বনানী কবরস্থানে নওশাদের দ্বিতীয় জানাজা হয়েছে। জানাজা শেষে তার মায়ের কবরে সমাহিত করা হয়েছে তাকে।’ নওশাদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তে আসেন চিত্রনায়ক ফেরদৌস। তার স্ত্রীও বিমানের পাইলট।এর আগে দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকার সামনে নওশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ, মোস্তফা কামাল, বিমানের পরিচালক জিয়াউদ্দিন আহমেদ, মো. মাহবুব জাহান খান, বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি মাহববুর রহমানসহ পাইলট ও বিমানের কর্মীরা।

Advertisement