মেয়র সাদিক খানের দু মেয়ের ক্যাব ব্যবহারের অনুমতি নেই :Sadiq Khan says he doesn’t let his daughters take mini cabs on their own

ব্রিটবাংলা রিপোর্ট : নিজের দুই মেয়েকে একা একা মিনিক্যাব ব্যবহার করতে দেন না লন্ডন মেয়র সাদিক খান। লন্ডনে মিনি ক্যাবে যৌন হয়রানীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এলবিসি রেডিওকে এ কথা জানান মেয়র খান। তাঁর দুই মেয়ের মোবাইলে উবার অ্যাপ নেই বলেও নিশ্চিত করেন তিনি।

এলবিসি রেডিওর জেইমস ও’ ব্রায়ানের সঙ্গে মেয়র সাদিক খান আরো বলেন, তিনি ইচ্ছে করেই এখানে তাঁর পরিবারের প্রসঙ্গ আনতে চাননি। তাঁর দুই কিশোরী মেয়ে এই প্রসঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট নয়। কিন্তু তাদের উবার অ্যাপ নেই এ বিষয়টি নিশ্চিত করার জন্যেই এখানে তাদের কথা এসেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, তাদের দুই মেয়ের জন্যে তিনি এবং তাঁর স্ত্রী রীতিমতা ক্যাব ড্রাইভারের ভুমিকা পালন করেন। তাদের স্বজনরাও সেটা ভালে করে জানেন। মেয়েদের ক্যাব ব্যবহারের অনুমতি নেই। দুই মেয়েকে যে কোন জায়গায় নামিয়ে দেওয়া, তুলে নিয়ে আসা সবই তারা স্বামী-স্ত্রী মিলে করেন।

গত ১২ মাসে লন্ডনে উবার ড্রাইভার জড়িত প্রায় ৩২টি ধর্ষণ ও যৌন হয়রানীর রিপোর্ট মেট পুলিশে কাছে এসেছে বলে জানা গেছে। সান নিউজ পেপারের অনুরোধে ফ্রিডম অব ইনফরমেশন থেকে এই তথ্য আসে।

চলতি বছরের প্রথম দিকে লন্ডনে প্রতি ১১ দিনের ভেতরে ১ জন উবার ড্রাইভারের বিরুদ্ধে মহিলা যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ আসে।

চলতি মাসেও যৌন হয়রানীসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অপরাধের ব্যাপারে রিপোর্ট করতে উবার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ। মেট পুলিশের টেক্সী এন্ড প্রাইভেট হায়ার ইউনিটের প্রধান নেইল বিলানি বলেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে, কোনটা অপরাধ হিসেবে রিপোর্ট করতে হবে সেটি আসলে উবার নির্ধারণ করতে পারছে না। যদিও উবারের পক্ষ থেকে বলা হয়েছে, ইন্সপেক্টর নেইলের এই মন্তব্যের ফলে পুলিশের সঙ্গে উবারের ভালো কাজের যে সম্পর্ক রয়েছে তাতে কোন ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না।

উল্লেখ্য লন্ডনে চলতি মাসের শেষে উবারকে তার কোম্পানি লাইসেন্স রিনিউ করতে হবে। লন্ডন মেয়র সাদিক এলবিসিতে জেইমস ও’ ব্রায়ানকে বলেছেন, তিনি আশা করেন লাইসেন্স রিনিউর আগে উবারের বিরুদ্ধে সব অভিযোগ বিবেচনা করবে ট্রান্সপোর্ট ফর লন্ডন।

 

Sadiq Khan says he doesn’t let his daughters take mini cabs on their own

Sadiq Khan does not allow his two teenage daughters to take mini cabs alone, the Mayor of London revealed.

Speaking to LBC Radio about sexual assaults in cabs across the capital, Mr Khan said his two daughters “haven’t got an Uber app”.

Figures released earlier this year showed an Uber driver in London is accused of sexually assaulting a customer once every 11 days.
Mr Khan told LBC’s James O’Brien: “I don’t generally talk about my family but I will in this case because it’s relevant, my two daughters, who are teenagers, haven’t got an Uber app.

“Anybody who knows me or my wife knows we spend a lot of our time being a mini cab firm for our daughters.”

He Mayor added: “Our daughters aren’t allowed a cab. We pick them up or drop them off.”

The Metropolitan Police received 32 reports of rape or sexual assault involving Uber drivers during a 12 month period, a Freedom of Information request submitted by the Sun newspaper found

The force accused Uber of failing to report serious crimes, including sexual assault, earlier this month.
Inspector Neil Billany, head of the Met’s taxi and private hire unit, said he had “significant concern” that the firm seemed to be “deciding what [crimes] to report”.

Uber said the comments did not reflect its “good working relationship” with the police.

The company’s licence to operate in London is up for renewal at the end of September.

Mr Khan told James O’Brien he expects Transport for London to consider the allegations before renewing its licence.

Advertisement