মোদিবিরোধী আন্দোলনে রাষ্ট্রক্ষমতা দখলচেষ্টা করেন মামুনুল : পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতার আন্দোলনকে কাজে লাগিয়ে সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করার পরিকল্পনা ছিলো হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের। এ উদ্দেশ্যে কওমি মাদ্রাসার কোমলমতি ছাত্রদের উস্কানি দিয়ে মাঠে নামিয়ে ছিলেন তিনি। ৭ দিনের রিমান্ডে থাকা মামুনুল হক পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন বলে দাবি করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ।মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।তিনি বলেন, রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক। হেফাজতের নেতাকর্মীদের উস্কানি দিতেন মামুনুল। তিনি বলতেন, শেখ হাসিনার সরকারের পতন হলে হেফাজতের সমর্থন ছাড়া কেউ ক্ষমতা দখল করতে পারবে না।রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলায় মামুনুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে হেফাজতের সহিংসতায় দেশজুড়ে প্রাণ হারান অন্তত ১৮ জন। এসব সহিংসতার ঘটনায় সারাদেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে। মামুনুলকে দেশজুড়ে সহিংসতার মূল ইন্ধনদাতা হিসেবে মনে করছে পুলিশ।

Advertisement