যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহাম্মদ মাসুদুজ্জামান:সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে যুক্তরাজ্য সফরে না আসতে দেয়া হয় তারই দাবী জানিয়ে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার ফরেন অ্যান্ড কমনওয়েল্থ অফিসের সামনে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশটির সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক এবং পরিচালনায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

যুক্তরাজ্য বিএনপি’র সকল অঙ্গ সংগঠন সহ জোনাল কমিটির সকল নেতৃবৃন্দ প্রচন্ড বৈরী আবহাওয়া কে উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক তার বক্তব্যে বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে যেন  যুক্তরাজ্য সফর করতে না পারে যুক্তরাজ্য বি এন পির পক্ষ   থেকে ব্রিটিশ সরকারের নিকট সেই দাবি জানাতে এই বিক্ষভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

কারন হিসেবে তিনি বলেন,শেখ হাসিনা ব্রিটেনে এসে তার নেতা-কর্মীদেরকে, মিডিয়ার সামনে যুক্তরাজ্য বিএনপির বিরদ্ধে উসকানিমূলক কথা বলে এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের বিরদ্ধে হুঁশি়ারি দিয়ে কঠোর ব্যবস্থা নেয়ারও আদেশ প্রদান করেন।

যার দরুন যুক্তরাজ্য বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সামনে ও এই কথা তুলে ধরেন।শেখ হাসিনা ব্রিটেন সফরকালে তার নেতা-কর্মীদেরকে, মিডিয়ার সামনে যুক্তরাজ্য বিএনপির বিরদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের বিরদ্ধে কঠোর ব্যবস্থা প্রদানের নির্দেশ ,এসকল বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃটেনের ভিসা প্রদান না করা হয় তার ই জোর আহ্বান জানানো হয় ব্রিটিশ সরকারের নিকট।ওই সময় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি , তারেক রহমান বিরদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সেই সাথে পূর্বে ব্রিটেনের সফরকালীন সময়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য নেতাকর্মীদের বিরদ্ধে উস্কানিমূলক বক্তব্যে বর্তমানে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় ভবিষ্যতে যেন শেখ হাসিনা ব্রিটেন সফরে না আসতে পারে তিনিও সেই সেই একই দাবি জানান । নেতৃবৃন্দরে মধ্যে উপস্থতি ছলিনে যুক্তরাজ্য বএিনপরি সাবকে সনিয়ির সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবকে যুগ্মসম্পাদক ব্যারিষ্টাষ্টার মওদুদ আহমদে খান, কামাল উদ্দিন , সাবেক সহসাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাবেদ, লন্ডন মহানগর বিত্রনপির সাধারণ সম্পাদক আবদে রাজা, যুবদলরে সাধারণ সম্পাদক আফজাল হোসনে, যুক্তরাজ্য বএিনপরি সাবকেসহ দপ্তর সম্পাদক সলেমি আহমদে, বিএনপি নেতা মো: তওকরি শাহ, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি শরীফ উদ্দনি ভুঁইয়া বাবু ,আব্দুস সালাম আজাদ ,এম এ .তাহরে, সহ সাধারণ সম্পাদক তুহনি মোল্লা, আরফিুল হক.প্রচার সম্পাদক মো: মঈনুল ইসলাম , আইন বষিয়ক সস্পাদক মোঃ শাহনওেয়াজ.সহ-তথ্য বষিয়ক সম্পাদক শাকলি আহমদ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রুমলে আহমদ, স্বনর্ভির বিষয়ক সম্পাদক মোঃ দেলাওয়ার, নজরুল ইসলাম, মুজিবুর আহমদ.কাজী মুনীর হাসান.মো: আশরাফুল আলম, মো: হেদায়েত করিম শরফিুল ইসলাম.জামাল ময়িা, কামাল হোসনে, ইস্ট লন্ডন বএিনপরি সহ সাধারণ সম্পাদক একলমিুর রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম সোহলে, যুক্তরাজ্য যুবদলের

 

প্রবাসী কল্যান  বষিয়ক  সম্পাদক মো: মোশাররফ হোসনে ভূঁইয়া, স্বচ্ছোসবেক দলরে সহসভাপতি ডালীয়া লাকুরী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু ,সাংগঠনকি সম্পাদক জিয়াউর রহমান, লন্ডন মহানগর স্বেচ্ছোসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমদ, জাসসেরে সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আরফি আহমদে, সাবকে ছাত্রনতো মো: ফয়জে উল্লাহ, মোহাম্মদ নাসরে আহমদ,  এম. এমতামজীদ, মো: মহনি উদ্দনিন, আব্দুস সামাদ রাজ,  নুরুল আফসার লমিন, ফজলে রহমান মনোয়ার হোসনে ময়না, নুরে আলম  জাহাঙ্গীর, মোঃআব্দুল আলীম, মোঃ মাহমুদুল হাসান, আবু সাদকে অপু,তারকে আলমি, মনসুর হোসনে, জওয়ার হোসনে রাজ, ফরহাদ আহমদে, এম এ আজমি, মারুফ আহমদে, মোঃ আলনিুর আহমদে, মোঃ তোফাজ্জল হোসাইন,আরফিুর রহমান খান, জাকারয়িা খান, মোঃ মাফজিুর রহমান ,এম এ সামীম,আশিকুল ইসলাম,সাঈদ মিয়া প্রমূখ।

Advertisement