যুক্তরাষ্ট্রে চার মুসলিম হত্যার নিন্দা বাইডেনের

গত বছর থেকে এপর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চারজন মুসলিম বাসিন্দাকে হত্যার ঘটনা ঘটে। সম্প্রতি ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার টু্ইটারে তিনি এ নিন্দা জানান।বাইডেন টুইটারে বলেন, আলবুকার্কে চার মুসলিমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আমি ক্ষুব্ধ এবং হতাশ। এ বিষয়ে তদন্ত চলমান। আমার প্রশাসন যুক্তরাষ্ট্রের মুসলিমদের পাশে আছে।যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর আলবুকার্ক। শনিবার শহরের পুলিশ জানায়, তিন মুসলিম পুরুষ হত্যার ঘটনার তদন্ত চলছে। এর সঙ্গে চতুর্থ হত্যাকাণ্ডেরও যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।গত বছর থেকে ভিন্ন ঘটনায় চারজন নিহত হয়।এক বিবৃতিতে আলবুকার্ক পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার সর্বশেষ ব্যক্তিকে গত শুক্রবার খুঁজে পাওয়া যায়। নিহতের মরদেহটি লুথেরান ফ্যামিলি সার্ভিস কার্যালয়ের কাছে পাওয়া যায়।যুক্তরাষ্ট্রের কেওবি৪ টেলিভিশন জানায়, প্রতিষ্ঠানটি শরণার্থীদের সহযোগিতা দিয়ে থাকে।দেশটিতে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এ হত্যায় জড়িত সন্দেহভাজনদের কোনো তথ্য দিতে পারলে ১০ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছে।বৃহস্পতিবার, পুলিশ কর্মকর্তা কাইল হার্টসক বলেছেন, গত নয়মাসে যুক্তরাষ্ট্রে যতগুলো মুসলিম হত্যা করা হয়েছে তাদের হত্যাকারী বা হত্যাকারীরা একই হতে পারে।

Advertisement