যে কারোই তার ইচ্চছামতো হিজাব পরার অধিকার রয়েছে- মেয়র জন বিগস

ব্রিটবাংলা ডেস্ক:টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস হিজাব বিষয়ে অফস্টেডের বক্তব্যের সমালোচনা করে বলেছেন এটি পরিষ্কার এবং গুরুতরভাবে উদ্বেগজনক। কারন যে কোন ধরনের ভয় অথবা চ্যালেঞ্জ ছাড়াই মহিলা কিশোরীদের হিজাব পরার অধিকার থাকা উচিৎ।

এক বিশেষ বিবৃতিতে মেয়র জন বিগস এই প্রতিক্রিয়া জানিয়েছেন।
মেয়র বলেন, আমি কাউন্সিল অফিসারদের কাছ থেকে জেনেছি যে, স্কুলের ইউনিফর্ম অথবা এসংক্রান্ত বিষয়ে জাতীয়ভাবে কোন আইন নেই।

আশা করবো স্কুল গভর্ণররা স্কুলের ইউনিফর্ম পলিসি নির্ধারনকালে অফস্টেডের গাইড লাইন মেনে পিতামাতা এবং শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিবেন।

বিবৃতিতে মেয়র আরো বলেন, আমার পরিষ্কার বক্তব্য হচ্চেছ, যে কারোই তার ইচ্চছামতো হিজাব পরার অধিকার রয়েছে এবং আনন্দিত যে, অফস্টেড এব্যাপারে তার গাইডলাইনে কোন পরিবর্তন আনেনি।

আর আমার জানা মতে অফস্টেডের বক্তব্যের পর টাওয়ার হ্যামলেটসের কোন স্কুলই তার ইউনিফর্ম পলিসিতে পরিবর্তন আনেনি। এছাড়া আমি টাওয়ার হ্যামলেটসের সকল স্কুলে এই মর্মে বিশেষ নোটিশ পাঠিয়ে অফস্টেডের গাইডলাইনে কোন পরিবর্তন না আসার কথাও স্মরণ করিয়ে দিয়েছি।

Advertisement