যৌনহয়রানীর অভিযোগ তদন্তের মুখে দল থেকে পদত্যাগ করলেন অ্যালেক্স স্যামন্ড : Nicola Sturgeon’s ‘huge sadness’ as Alex Salmond resigns

রাশিয়ান টিভিতে প্রোগ্রাম করে ব্যাপক সমালোচিত ছিলেন অ্যালেক্স স্যামন্ড। গত নভেম্বরে তা বন্ধ হয়। এবার সমালোচনায় এসেছেন যৌন হয়রানীর অভিযোগে

ব্রিটবাংলা ডেস্ক : যৌন হয়রানীর সন্দেহভাজন অভিযোগের মুখে দল থেকে পদত্যাগ করেছেন স্কটিশ ন্যাশনাল পার্টির সাবেক লিডার এবং স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিষ্টার অ্যালেক্স স্যামন্ড। পদত্যাগ করলেও যৌন হয়রানীর অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে আইনী লড়াইয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করে আবার দলে ফিরে আসার ইচ্ছার কথাও জানিয়েছেন স্যামন্ড।

অ্যালেক্স স্যামন্ড ২০০৭ সাল থেকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিষ্টারের দায়িত্ব পালন করেন। তিনিই প্রথম স্কটিশদের স্বাধীনতার স্বপ্ন দেখান। স্বাধীনতা প্রশ্নে ২০১৪ সালে রেফারেন্ডামও দেন তিনি। রেফারেন্ডামে স্বাধীনতার স্বপক্ষ পরাজিত হবার ফার্স্ট মিনিষ্টার এবং পার্টি প্রধান থেকে পদত্যাগ করেন অ্যালেক্স স্যামন্ড।

অ্যালেক্স স্যামন্ডের বিরুদ্ধে গত জানুয়ারীতে প্রথম যৌন হয়রানীর অভিযোগ দায়ের করা হয়। আর গত সপ্তাহ থেকে পুলিশ এর তদন্ত শুরু করে। দু’জন সরকারী কর্মকর্তা অ্যালেক্স স্যামন্ডের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনেছেন। তিনি ফার্স্ট মিনিষ্টার হিসেবে দায়িত্ব পালনের সময় তাদের সঙ্গে এই অসদাচরণ করেন বলে অভিযোগে দাবী করা হয়েছে। এই অভিযোগের তদন্ত নিয়ে পার্টির ভেতরে যাতে কোনো ধরনের বিভাজনের সৃষ্টি হয়, সে জন্য বুধবার দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

৩০ বছর ধরে নিকোলা স্টোরজানেরর রাজনৈতিক বন্ধু এবং মেন্টর ছিলেন অ্যালেক্স স্যামন্ড 

বুধবার অ্যালেক্স স্যামন্ডের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর একে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন পার্টির বর্তমান লিডার ও ফার্স্ট মিনিষ্টার নিকোলো স্টোরজান। অ্যালেক্সের সঙ্গে প্রায় ত্রিশ বছরের রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে এক বিবৃতিতে নিকোলা স্টোরজান জানান, ৩০ বছর ধরে অ্যালেক্স স্যামন্ড তার বন্ধু এবং রাজনৈতিক গুরুর ভূমিকা পালন করেন। তাই তার পদত্যাগ মেনে নেওয়া খুব কঠিন বলে উল্লেখ করে স্টোরজান আরো বলেন, স্কটিশ সরকারের কাছ থেকে প্রাপ্ত দু’টি অভিযোগ এড়ানো বা লোকানো সম্ভব নয়। তবে অ্যালেক্স স্যামন্ডের প্রতি তার অগাধ বিশ্বাস রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন ফার্স্ট মিনিষ্টার নিকোলা স্টোরজান।

এদিকে পদত্যাগে পরপরই আইনী লড়াই চালানোর জন্যে বুধবার বিকেল থেকে ফান্ড রেইজিং শুরু করেন অ্যালেক্স স্যামন্ড এবং কয়েক ঘন্টার মধ্যেই প্রায় ৫০ হাজার পাউন্ড রেইজ করেন তিনি।  তবে এ নিয়ে কট্টর সমালোচনা করেছে টোরি এবং লেবার পার্টি।

অ্যালেক্স স্যামন্ড নয় বরং যৌ হয়রানীর শিকার অসহায়দের সহযোগিতা করে এমন সংগঠনকে আর্থিক সহায়তা দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে লেবার।  অন্যদিকে বৃহস্পতিবার সকালে এক টুইটে ধর্ষণের শিকার এবং অসহায় মহিলাদের সহায়তা করতে আহ্বান জানিয়েছেন স্কটিশ ন্যালশনাল পার্টির লিডার এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টোরজান।

 

First Minister Nicola Sturgeon has spoken of her “huge sadness” following the resignation of former SNP leader Alex Salmond from the party.

Mr Salmond announced he was quitting on Wednesday amid allegations of sexual misconduct, which he denies.

The ex-first minister said he intended to apply to rejoin the party once he had an opportunity to clear his name.

Ms Sturgeon called Mr Salmond her “friend and mentor for almost 30 years” and said she understood his decision.

But she said: “The hard fact remains that two complaints were received by the Scottish government that could not be ignored or swept under the carpet.”

Mr Salmond, who was Scottish first minister from 2007 to 2014 and oversaw the independence referendum, released a video on social media on Wednesday evening announcing his resignation from the SNP.

He said he was quitting because he wanted to avoid potential divisions within the party, which has faced calls to suspend him.

It follows allegations, which emerged last week, from two Scottish government staff members about Mr Salmond’s behaviour when he was first minister.

He has described the allegations as “patently ridiculous” and has begun legal action against the Scottish government over its handling of the claims, which are now being investigated by Police Scotland.

Mr Salmond also launched a crowdfunding appeal on Wednesday evening to pay for the costs of the legal action.

The appeal surpassed its £50,000 target within a few hours, but has been heavily criticised by opposition parties.

The Scottish Conservatives said Mr Salmond’s move was “astonishing” as it meant Scotland “now faces the incredible and unprecedented situation of its most famous former first minister appealing to SNP supporters for cash to take legal action against the government he used to run.”

Scottish Labour MSP Rhoda Grant claimed Mr Salmond was “sending a signal to those who have made the allegations that he has the upper hand” and accused him of “dragging Scotland into the gutter”.

Labour’s former first minister, Jack McConnell, is among those who have urged people to instead donate to charities which help victims of sexual assault and harassment.

Ms Sturgeon retweeted funding appeals for Rape Crisis and Women’s Aid on Thursday morning.

Advertisement