রবার্ট মুগাবেকে ঘুষ দেয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

বিবিসি প্যানোরোমার এক অনুসন্ধানে দেখা গেছে যুক্তরাজ্যের অন্যতম বড় কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) জিম্বাবুয়ের সাবেক নেতা রবার্ট মুগাবেকে ঘুষ দেয়।বিবিসির হাতে আসা নথিপত্রে দেখা গেছে ২০১৩ সালে মুগাবের জানু পিএফ পার্টিকে তিন থেকে পাঁচ লাখ ডলার ঘুষ দেওয়ার আলোচনায় যুক্ত ছিলো বিএটি।এছাড়া প্রতিদ্বন্দ্বি কোম্পানির ক্ষতি সাধনে কোম্পানিটি দক্ষিণ আফ্রিকায় ঘুষ দেওয়ার পাশাপাশি অবৈধ নজরদারিতেও যুক্ত ছিলো। তবে বিএটি দাবি করেছে তারা কর্পোরেট আচরণের সর্বোচ্চ মানের প্রতি প্রতিশ্রুতিশীল।৩৭ বছর দক্ষিণ আফ্রিকা শাসন করেছেন রবার্ট মুগাবে। ২০১৭ সালে ক্ষমতাচ্যুত হন তিনি। ২০১৯ সালে মৃত্যু হয় তার। ক্ষমতাসীন জানু পিএফ পার্টি বর্তমানে নতুন নেতৃত্বে চলছে।ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম এবং বাথ ইউনিভার্সিটির সঙ্গে যৌথ অনুসন্ধানে প্যানোরোমার হাতে এসেছে হাজার হাজার ফাঁস হওয়া নথি। এসব নথিতে দেখা যাচ্ছে আফ্রিকার দক্ষিণাঞ্চল জুড়ে প্রায় দুইশ’ গোপন তথ্যদানকারীদের নেটওয়ার্ককে অর্থ দিয়েছে বিএটি। এসব কাজের বেশিরভাগই ফরেনসিক সিকিউরিটি সার্ভিস (এফএসএস) নামে দক্ষিণ আফ্রিকার প্রাইভেট নিরাপত্তা কোম্পানির আউটসোর্সিংয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়।এফএসএস প্রকাশ্যে মূলত কালো বাজারে সিগারেট বাণিজ্য ঠেকানোর কাজে যুক্ত। তবে এর পুরনো কর্মীরা জানিয়েছেন, বিএটি’র প্রতিদ্বন্দ্বিদের ক্ষতি করতে তারা আইন ভঙ্গ করেছিলেন। অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, একটি অভিযানে এফএসএস কর্মীদের তিনটি সিগারেট কোম্পানি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। এসব ফ্যাক্টরি মূলত বিএটির প্রতিদ্বন্দি প্রতিষ্ঠানের সিগারেট বানাতো।

Advertisement