রোহিঙ্গাদের জন্যে ফান্ড রেইজ শুরু করেছে ইউকের ডিজাস্টার ইমার্জেন্সি কমিটি : Rohingya appeal launched by UK charities

ব্রিটবাংলা রিপোর্ট : মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের জন্যে ফান্ড রেইজের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকারের ডিজাস্টারস ইমার্জেন্সি কমিটি সংক্ষেপে ডিইসি। ডিইসির তালিকাভুক্ত ১৩ চ্যারিটি সংস্থা এই ফান্ড রেইজ করবে। সরকার বলেছে, রোহিঙ্গাদের জন্যে পাবলিকের দানকৃত প্রথম ৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে সরকার আরো ৩ মিলিয়ন পাউন্ড যোগ করবে।

মিয়ানমার থেকে প্রায় ৫শ হাজার রোহিঙ্গ মুসলিম বাংলাদেশে প্রবেশ করেছেন। তারা কক্সবাজারের পাহাড়ি এলাকায় অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। বিশেষ করে মহিলা ও শিশুদের অবস্থা একেবারেই নাজুক। ডিইসির চীফ এক্সিকিউটিভ সালেহ সাঈদ বলেছেন, প্রয়োজনীয় খাদ, ঔষধ, বস্ত্রের অভাবে চরম বিপর্যয়ের মধ্যে আছে তারা। হাজার হাজার শিশু, নারী, পুরুষের জন্যে টয়লেটের ব্যবস্থাও নেই। ব্রিটিশ সরকারের ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট সেক্রেটারী প্রীতি পাটেল বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের যেভাবে নির্যাতন করেছে তা দেখে তিনি হতবাক হয়ে গেছেন। রোহিঙ্গাদের জন্যে ডিইসির সদস্য চ্যারিটিগুলো তাদের ক্যাম্পেইন শুরু করেছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী গত ২৫ অগাস্টের পর থেকে প্রায় ৪১০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে নিরব ভুমিকা পালন করায় বিশ্বব্যাপি ব্যাপকভাবে সমালোচিত হন।

 

Rohingya appeal launched by UK charities

A UK charity appeal to help hundreds of thousands of people fleeing violence in Myanmar has been launched by the Disasters Emergency Committee (DEC).
The government said it would match the first £3m donated by the public.
More than 500,000 Rohingya Muslims have left the country, formerly known as Burma, with many now staying in makeshift camps in Bangladesh.
DEC chief executive Saleh Saeed said the exodus was a “catastrophe” and left many in need of shelter and medicine.
International Development Secretary Priti Patel said she was “appalled” by the violence in Myanmar and insisted the government would do “everything it possibly can” to help.
“It is utterly intolerable that the military who are responsible for this inhumane catastrophe have not heeded calls for restraint,” she said.
Most of those displaced are Rohingya people, who have fled across the border to Bangladesh after a military offensive in Myanmar’s Rakhine state.
The violence erupted on 25 August after Rohingya insurgents killed 12 members of the security forces, prompting a military crackdown.
DEC, which represents 13 UK charities, will broadcast its campaign video on major UK television stations.
The UN said more than 410,000 Rohingya have fled to Bangladesh, saying many had arrived with injuries sustained during the crackdown.
Aung San Suu Kyi, Myanmar’s de factor leader, has been widely criticised for her response to the Rohingya crisis.

Advertisement