লন্ডনে আল কোরআন একাডেমীর তিন দিনব্যাপি ইসলামী বইমেলা শুরু (ভিডিও)

আল-কুরআন একাডেমী লন্ডনের উদ্যোগে সপ্তম বারের মত তিন দিনব্যাপী ইসলামী বই মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উৎসব মুখর পরিবেশে পূর্ব লন্ডনের এলএমসিতে এই বইলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল কুরআন একাডেমীর চেয়ারম্যান ড. হাফিজ মুনির উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যারিষ্টার রেজোয়ান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. এম এ বারী, হাফিজ মাওলানা আবু সাঈদ, ইষ্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়খ আব্দুল কাইয়ুম, চ্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, দেলোয়ার হোসেন খান, কে এম আবু তাহের চৌধুরী, মাওলানা কাজী আশিকুর রহমান, প্রফেসর কবীর উদ্দিন, ফরিদ আহমদ রেজাসহ অনেকে।

শনিবার দেড়টায় শুরু হওয়া বই মেলাটি আগামী রবিবার ও সোমবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ইসলামী বই মেলার সফলতা কামনা করে কমিউনিটির সবাইকে স্বপরিবারে বই মেলায় আসার জন্য আহ্বান জানান। এবারের বইমেলায় ঢাকা ও কলিকাতার নামিদামি অনেক লেখকের মুল্যবান ইসলামী বই সহ কুরআনের তাফসীর, হাদীসসহ বিভিন্ন ইসলামিক বইয়ের বিশাল সমারোহ ছাড়াও ক্রেতাদের জন্য স্টোল গুলোত থাকছে বিশেষ ছাড়। এছাড়া ছোটদের জন্য আছে ইংরেজীতে রকমারি বই। বই মেলায় এবার আরো আছে সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর, ইসলামী ক্যালিওগ্রাফি কর্ণার ইত্যাদি।

Advertisement