লন্ডনে ক্যাব ড্রাইভারদের নতুন করে ব্যাকগ্রাউন্ড সেইফটি চেক করাতে হবে

ব্রিটবাংলা রিপোর্ট : প্রায় ১৩ হাজার ক্যাব ড্রাইভারকে নতুন করে ডিবিএস ব্যাকগ্রাউন্ড চেক করাতে হবে। ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, তাদের পুরনো ডিবিএস ব্র্যাকগ্রাউন্ড চেকের আর কোন বৈধতা নেই। নতুন করে ডিবিএস ব্যাকগ্রাউন্ড চেক না কোরলে ক্যাবিং কোরতে দেওয়া হবে না বলেও সতর্ক কোরেছে টিএফল। তবে প্রাইভেট হায়ার ড্রাইভারদের লাইসেন্স প্রদানের আগে তাদের ব্যাকগ্রাউন্ড সেইফটি চেক করা হয়ে থাকে। আগে সেটি তৃতীয় কোনো মাধ্যমে করা গেলেও বর্তমানে যে কোনো একটি সাপ¬ায়ারের মাধ্যমে করাতেও পরামর্শ দিয়েছে টিএফএল। এদিকে, কেনো টিএফএল এই সিদ্ধা নিয়েছে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেনি। তবে ধারণা করা হচ্ছে ইউবারে কর্মরত ড্রাইভারদের উদ্দেশ্যেই নতুন এই ঘোষণা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে উবার ড্রাইভারদের বিরুদ্ধে যাত্রীদের যৌন হয়রানীর ঘটনা নিয়ে ব্যাপক সমালোনার মুখে পড়েছে উবার। চলতি মাসের শেষে লন্ডনে ইউবারের লাইসেন্সের মেয়াদ শেষ হবে। তবে ইউবার বলেছে, ব¬্যাক ক্যাবের মতো সব নিয়ম মেনেই সব ইউবার ড্রাইভারের ডিবিএস ব্যাক গ্রাউন্ড চেক করা হয়।

Advertisement