লন্ডনে গত বুধবার থেকে ছুরিকাঘাত ও গুলিতে ৮ খুন : 8 people murdered in stabbings and shootings in London since last Wednesday

ব্রিটবাংলা ডেস্ক : গুলি এবং ছুরিকাঘাতে খুনের তালিকা লন্ডনে ক্রমেই লম্বা হচ্ছে। গত বুধবার থেকে আজ বুধবার পর্যন্ত গুলি এবং ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছে। এরম মধ্যে কিশোর এবং তরুনের সংখ্যাই বেশি।

সর্বশেষ মঙ্গলবার রাতে ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ড শপিং সেন্টারে ছুরিকাঘাতে ২০ বছর বয়সী এক তরুনের মৃত্যু হয়। রাত আনুমানিক ৯.৩০ মিনিটের দিকে একটি বিশৃঙ্খলা সৃস্টি হয় শপিং সেন্টারের ভেতরে। এরপর পুলিশ এসে তাকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু জরুরী সার্ভিস চেস্টা করেও তার প্রাণ রক্ষা করতে পারেনি। রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

এর আগে সোমবার ওয়ালথামস্টোতে ৪০ বছর বয়সী এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হন। একই দিন সাউথালে ছুরিকাহত হয়ে পরবর্তীতে ওয়েস্ট লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরন করেন আরেক ব্যক্তি। ওয়ালথামস্টোর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারে আগে গত সপ্তাহের বুধবার থেকে হ্যাকনি, হ্যান্সলো, এনফিল্ড, চ্যাদওয়েলহীথে আরো পাঁচটি খুনের ঘটনা ঘটে।

সব ঘটনার তদন্ত অব্যাহত আছে।

 

Eight people murdered in stabbings and shootings in London since last Wednesday

A young man has been stabbed to death in a shopping centre in east London.

Police were called to Stratford at 9.30pm following reports of a “disturbance” at the Stratford Centre.

A man, believed to be aged in his early 20s, was found suffering from stab wounds. Emergency services battled to save him but he was pronounced dead at the scene at 10.30pm.

It comes after two men were knifed to death in the capital on Monday night. A man in his 40s was killed in Walthamstow, while a second man died after turning up at a west London hospital with stab injuries. He was believed to have been injured in Southall.

Eight people have now been murdered in stabbings and shootings in London since last Wednesday.

Scotland Yard said the Homicide and Major Crime Command had been informed of the Stratford killing.

“Formal identification awaits and a post mortem examination will be held in due course,” said a spokesperson.

The victims next of kin have not yet been informed and no arrests have been made.

Advertisement