লন্ডনে গলমুকাপন মাদ্রাসা এলাকাবাসীর সম্মেলন অনুষ্ঠিত

গত রবিবার, ৩০শে জুলাই লুটনে ওসমানীনগর উপজেলার স্বনামধন্য গলমুকাপন মাদ্রাসা এলাকাবাসীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ১৯৪৯ সালে এই মাদ্রাসা ইসলামের দুই মুজাহিদ হযরত মাওলানা ফখরুদ্দীন (র:) ও ডা: মর্তুজা চৌধুরী (র:) প্রতিষ্ঠা করেন । যুগের পরিক্রমায় এই মাদ্রাসা বর্তমানে সিলেটের অন্যতম উন্নত মানের ইসলামী শিক্ষা প্রতিস্টান । এখানে ছাত্রদের শিক্ষার সাথে ইসলামী অনুশাসন মানতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় । মাদ্রাসার পুরাতন একতলা ভবন বর্তমানে জরাজীর্ন হয়ে পড়ায় তা ভেঙ্গে নতুন চারতলা ভবন নির্মানের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয় । এতে এলাকাবাসী ও মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন । এ বছর ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুস্ঠিত দাওরায়ে হাদীস পরীক্ষায় পুরো বাংলাদেশে এই মাদ্রাসার ছাত্র ৩১তম স্থান অধিকার করেছে । কোষাধ্যক্ষ মাওলানা মমনুন আহমদের পরিচালনায় গলমুকাপন দারুস্সুন্নাহ ডেভেলাপনেন্ট এসোসিয়েশন আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা ফখরুদ্দীন (র:) এর সুযোগ্য সন্তান মাওলানা আজদ্উদ্দীন নোমান । মাওলানা মনির আহমদের কোরান তেলাওয়াত ও ইউনুসের নাত পরিবেশন দ্বারা সভা শুরু হয় । সভায় বক্তব্য রাখেন মসরুর আহমদ, আনিসুর রহমান, ইমদাদ আল-মাদানী, আসহার আহমদ, তহুর মিয়া, আনহার মিয়া, বেলাল চৌধুরী, হান্নান মিয়া, মুজাহিদ আহমদ, ফয়জুর রহমান, আব্দুল হামিদ, খালেদ মিয়া ও আব্দুল জলিল প্রমুখ । সভাপতির দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয় । বিজ্ঞপ্তি

Advertisement