লন্ডনে টিউব স্টেশনে ছুরিকাঘাতে ১ জন নিহত : London Tube station stabbing: One dead

ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনের পারসনস গ্রীন টিউব স্টেশনে ছুরিকাঘাতে ২০ বছর বয়সী এক তরুন নিহত হয়েছে। আরো দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

একই স্টেশনে গত মাসে ডিস্ট্রিক্ট লাইন ট্রেইনে একটি বিস্ফোরনের ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছিলেন। ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে সোমবারের ছুরিকাঘাতের ঘটনা সন্ত্রাস সংশ্লিষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তির পরিবারকে অবহিত করা হয়েছে। অন্যদিকে আহতদের গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

London Tube station stabbing: One dead

A man has died and two others have been injured in a stabbing outside Parsons Green Tube station in London.
The attack happened just after 19:30 BST on Monday at the station where 30 people were injured in a terror attack last month.
A 20-year-old man died in the stabbing, which is not being treated as terror-related.
The two injured people were taken to hospital and one was subsequently arrested.
The dead man’s next of kin have been informed although formal identification has yet to take place.
He was pronounced dead at the scene at 20:30.

One man remains in hospital although his injuries are not thought to be life-threatening. The arrested man was taken to a west London police station for questioning.
Parsons Green Lane and the station were closed by police and cordons put in place. The station has since been re-opened.

Advertisement