লন্ডনে ট্রেইনে বিস্ফোরণ : আরো দু’জন গ্রেফতার : Two more arrested over Tube bomb attack

ব্রিটবাংলা রিপোর্ট : ওয়েস্ট লন্ডনের পারসন্সগ্রীন টিউব স্টেশনের বিস্ফোরনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সাউথ ওয়েলস থেকে আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে নিউপোর্টের দু’টি ঠিকানায় অভিযান চালিয়ে ৪৮ ও ৩০ বছর বয়সের দু ব্যক্তিকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে নিউপোর্ট থেকে ২৫ বছর বয়সী অপর এক ব্যক্তিকেও আটক করা হয়।

গত শুক্রবার সকালে পারসন্সগ্রীন টিউব স্টেশনে ডিস্ট্রিক্ট লাইন ট্রেইনের ভেতরে বিস্ফোরনে অন্তত ৩০জন আহত হন। এটি ঘরে তৈরি বোমা ছিল বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনার পরপরই শুক্রবার গভীর রাতে ডোভার থেকে ১৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এরপর শনিবার  লন্ডনের হ্যান্সলো থেকে ২১ বছর বয়সী অপর একজনকে আটক করা হয়।

কাউন্টার টেরোরিজম পুলিশ জানিয়েছে, শুক্রবারের ঘটনার পর সন্দেহজনক সব জায়গায় দ্রুত গতিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সন্ত্রাসীদের নেটওয়ার্কের খুঁজে এই ধারা অব্যাহত রাখবে পুলিশ।

Two more arrested over Tube bomb attack
Two men have been arrested in south Wales over Friday’s London Tube terror attack, bringing the total number held to five.
A 48-year-old man and a 30-year-old man were detained under the Terrorism Act in the early hours, after a search at an address in Newport.
Searches at two addresses in Newport were ongoing, police said.
Thirty people were injured when a homemade bomb partially exploded on a rush-hour train at Parsons Green.
The other arrests include:
A 25-year-old man in Newport on Tuesday evening
An 18-year-old man at Dover port on Saturday. The BBC has learnt he had previously been referred to an anti-extremist programme
A 21-year-old man in Hounslow, west London, also on Saturday
Commander Dean Haydon, head of the Metropolitan Police counter terrorism command, said: “This continues to be a fast-moving investigation.
“A significant amount of activity has taken place since the attack on Friday.
“Detectives are carrying out extensive inquiries to determine the full facts behind the attack.”

Advertisement