লন্ডনে বাঙালী ভিসা জলিয়াত চক্রের জেল

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে ভিসা জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে চার বাঙালীসহ ৫ জনকে ৩১ বছরের জেলদন্ড দিয়েছে সাদার্ক ক্রাউন কোর্ট। আদালত জানিয়েছে, সংঘবদ্ধ এই চক্রটি প্রায় ৭৯টি ভুঁয়া কোম্পানীর মাধ্যমে জাল কাগজপত্র দেখিয়ে প্রায় ৯শ বাংলাদেশীর জন্যে ভিসার আবেদন করেছে। এছাড়া জাল কাগজপত্রের মাধ্যমে লিভ টু রিমেইনের আবেদনের জন্যে একেকজন ক্লায়েন্টের কাছ থেকে নগদ ৭শ পাউন্ড করে চার্জ করেছে প্রতারক চক্রটি।

অন্যদিকে এই চক্রটি গত ৬ বছরে ভুঁয়া কোম্পানীর পে স্লীভসহ অন্যান্য জাল কাগজপত্র দেখিয়ে এইচএম আরসি থেকে প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড ট্যাক্স রিপেমেন্টস রিক্লেইম করেছে বলে আদালতে জানানো হয়েছে। শুক্রবার আদালত এই সংঘবদ্ধ চক্রের লিডার আবুল কালাম মোহাম্মদ রেজাউল করিমকে ১০ বছর ৬ মাস এবং এনামুল করিমকে ৯ বছর ৪ মাসের জেলদন্ড দিয়েছে। যদিও আদালতে তারা অনুপস্থিত ছিলেন। তবে তাদের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এছাড়া কাজি বরকত উল্লাহকে ৫ বছর ১০ মাস, জালপা ত্রিভাদিকে ৩ বছর এবং মোহাম্মদ তমিজ উদ্দিনকে ২ বছর ৬ মাসের জেলদন্ড দিয়েছে আদালত।

Advertisement