লন্ডনে বায়ু দোষণ উদ্বেগজনক পর্যায়ে

উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে লন্ডনের বায়ু দোষণ। এ প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সাউথ লন্ডনের ফরেস্ট হিল থেকে লন্ডনের আকাশের দৃশ্য এমন। আর নর্থ লন্ডনের প্রিমরোজ হিল থেকে লন্ডনের আকাশ দেখতে এরকম। পাঁচ বছর আগে শীত মৌসুমে লন্ডনের বায়ু দোষণ নিয়ে প্রথম সতর্কতা উচ্চারণ করা হয়েছিল। এই সতর্কতা উচ্চারণের উদ্দেশ্য হলো, যাদের শ্বাসজনিত এবং হৃদযন্ত্রের সমস্যা আছে, এবং যাদের বয়স বেশী, তাদের বাইরে বেরিয়ে শরীরচর্চা না করতে উৎসাহিত করা।বায়ু দোষনকে আরও তীব্র করেছে ঠাণ্ডা আবহাওয়া। এছাড়া বাতাসের প্রবাহে গতি কম থাকার কারণে দোষিত বাতাস স্থির হয়ে আছে।নয় বছর আগে রজামিনের মেয়ে এলা মারা যায়। করোনার এলার মৃত্যুর কারণ হিসেবে সাউথ সার্কুলার রোডের বায়ু দোষনকেও দায়ী করেন।বায়ু দোষনের কাছে শিশু কন্যাকে হারিয়ে বিশুদ্ধ বায়ুর অধিকারের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন রজামিন। সরকারের পক্ষ থেকে বায়ু দোষন সম্পর্কিত সতর্কতা জারির পর রজামিন বললেন, বিশুদ্ধ বায়ু নিশ্চিত করতে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।চলতি সপ্তাহের শুরুতে লন্ডন মেয়র অফিস থেকেও সতর্কতা উচ্চারণ করে বলা হয়েছে, লন্ডনে যান চলাচল মহামারির আগের সময়ের পর্যায়ে চলে যাওয়ার কারণে বায়ু দোষনের বিপদ বেড়েছে।

Advertisement