লন্ডনে লাইসেন্সের জন্যে আপিল করবে উবার : Uber to begin appeal over decision to take away its London licence

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে লাইসেন্স নবায়নের জন্যে আপিলের সিদ্ধান্ত নিয়েছে উবার। ওয়েস্টমিনষ্টার ম্যাজিস্ট্রেইট কোর্টে আপিলের শুনানি হবে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গত বছরের সেপ্টেম্বরে লন্ডনে উবারের লাইসেন্স নবায়ন করবে না বলে ঘোষণা দিয়েছিল ট্রান্সপোর্ট ফর লন্ডন সংক্ষেপে টিএফএল। সোমবার উবার টিএফএলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আগামী কয়েক দিন শুনানি শেষে ওয়েস্টমিনষ্টার ম্যাজিস্ট্রেইট কোর্টের চীফ ম্যাজিস্ট্রেইট সিদ্ধান্ত নেবেন লন্ডনের যাত্রীদের জন্যে উবার কতোটা উপযুক্ত!

ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহারে কঠিন আইন…

https://britbangla24.com/news/43877

যাত্রীদের যৌন হয়রানীসহ নানান অভিযোগে লন্ডনে উবারের লাইসেন্স নবায়ন করেনি টিএফএল। পরবর্তীতে অবশ্য উবার টিএফএল থেকে উত্থাপিত সব অভিযোগ আমলে নিয়ে বেশ কিছু পরিবর্তন এনেছে।  এরমধ্যে উবারের ইউকে বোর্ডে সিনিয়র ম্যানেজমেন্টে পরিবর্তন করে তিন জন ইনডিপেনডেন্ট ননএক্সিকিউটিভ ডাইরেক্টর নিয়োগ, উবারের ড্রাইভার এবং যাত্রীদের মধ্যে বিশেষ কিছু ঘটলে তা সাথে সাথে পুলিশকে অবহিত করার বিষয়টি ছিল প্রধান। উবারের বিরুদ্ধে অভিযোগ ছিল, ড্রাইভার দ্বারা যাত্রী হয়রানী বা কোনো মহিলা যাত্রীকে যৌন হয়রানী করলেও তা পুলিশে রিপোর্ট না করা। এর পরিবর্তন এনেছে উবার।

এমওটিতে কঠিন পরিবর্তনের খবর জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন…

https://britbangla24.com/news/38991

লন্ডনে প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন যাত্রী উবার এ্যাপস ব্যবহার করেন। লন্ডনে উবারের প্রায় ৪৫ হাজার ড্রাইভার রয়েছেন। লন্ডনে টিএফএলের সিদ্ধান্ত পরিবর্তন করে উবারের লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়ার জন্যে একটি অনলাইন পিটিশনে প্রায় ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন। অন্যদিকে লন্ডনের বাইরে ইউকের প্রায় ৪০টি সিটিতে স্মার্টফোনের মাধ্যমে এ্যাপস দিয়ে উবার সার্ভিস দিয়ে যাচ্ছে।

তবে লাইসেন্স নিয়ে উবার শুধু লন্ডনেই সমস্যায় পড়েনি। ডাটা প্রটেকশন আইন ভঙ্গের অভিযোগে সিটি অব নিউইয়র্ক কাউন্সিল গত ডিসেম্বরে উবারের লাইসেন্স নবায়ন আবেদন প্রত্যাখ্যান করে। একই মাসে ইউকের শেফিল্ড সিটিতেও সাময়িকভাবে উবারের লাইসেন্স নবায়ন প্রত্যাখ্যাত হয়।

 

Uber’s appeal to overturn a decision to strip it of its London licence will begin on Monday.

The minicab app firm was told by TfL in September last year it would not renew its licence due to concerns over public safety and security.

A hearing will be held at Westminster Magistrates’ Court and will last for several days.

The chief magistrate will decide whether Uber is “fit and proper” to hold an operator licence in the capital now, rather than whether TfL’s decision was correct in September.

Concerns include the company’s approach to reporting serious criminal offences, how drivers’ medical certificates were obtained, how criminal record checks were carried out and its use of technology which allegedly helped it evade law enforcement officials.

Uber has accepted that it has made mistakes in the past and says it has made significant reforms to its business in recent months.

These include changes to its leadership such as the appointment of three independent non-executive directors to its UK boards, proactively reporting serious incidents to the Metropolitan Police rather than placing the onus on drivers and passengers and altering the app so users are told that Uber has accepted their booking and their driver is licensed by TfL.

Philip Kolvin QC, who represented Uber at an earlier hearing, said the company’s reaction to the refusal was one of repair and reform.

The app enables users to book cars using their smartphones and is available in more than 40 towns and cities across the UK.

Uber says 3.6 million passengers “regularly use the app” in London and it has 45,000 drivers in the city.

More than 850,000 people signed an online petition appealing for TfL to reconsider the move.

It has been able to operate as normal during the appeal process, and the firm could theoretically turn to higher courts if it is not satisfied with the outcome of this week’s hearing.

London is not the only UK city where Uber has faced operational issues.

The City of York Council refused to grant a licence for the app last December, citing complaints it had received about the service and a recent well-publicised data protection breach, while its licence was temporarily suspended in Sheffield in the same month.

Advertisement