লন্ডনে স্কুলের ৪ শ মিটারের ভেতরে ফার্স্টফুড ও টেইকওয়েতে নিষেধাজ্ঞা আসছে : Fast-food takeaways will be banned from opening within 400 metres of schools

ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে স্কুল এলাকার ৪শ মিটারের ভেতরে  ফার্স্টফুড টেইকওয়ে দোকান খোলার উপর নিষেধাজ্ঞা আসছে। শিশু কিশোরদের ওবিসিট বা মুটিয়ে যাওয়া দুর করতে এই উদ্যোগ নিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান।

একই সঙ্গে যে সব ব্যবসায়ী নতুন করে চীকেন বা ফিশ এন্ড চিপস, পিজার দোকান খোলার জন্যে কাউন্সিলে প্লানিং পারমিশনের জন্যে আবেদন করবেন, পারমিশন পাবার আগে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করবেন বলে শর্ত পুর্ন করতে হবে বলেও ঘোষণা আসবে।

তেলে ভাজা নয়, গ্রিল অথবা বেকিং ফুডের উপর গুরুত্ব দিতে চান মেয়র সাদিক খান।

চলতি সপ্তাহে লন্ডন প্লান ঘোষণা দেবেন মেয়র সাদিক খান। তাতে প্রাইমারী এবং সেকেন্ডারি স্কুলের আশপাশে ৪শ মিটারের ভেতরে জ্যাঙ্ক ফুডের দোকান খোলার উপর নিষেধাজ্ঞা এবং এর বাইরে নতুন ফার্স্টফুড এবং টেইকওয়ের প্লানিং পারমিশন দেবার আগে শর্তযুক্ত করার বিষয়ে ঘোষণা দিবেন তিনি।

 

এক সার্ভেতে দেখা গেছে প্রাইমারী স্কুল ত্যাগের আগেই প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী মুটিয়ে যায়। যা পুরো ইংল্যান্ডের মধ্যে সবচাইতে বেশি। মুটিয়ে যাওয়া শিশুরা বেশির ভাগ সময়েই অসুস্থতার ফলে স্কুল মিস করে। আর মুটিয়ে শিশুদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস টাইপ টু, হার্ট ডিজিজ এবং স্ট্রোকে আক্রান্ত হবার ঝুঁকি থাকে বেশি।

যদিও ইতোমধ্যে বার্কিংএন্ড ডেগেনহ্যাম, ইজলিংটন এবংওয়ালথাম ফরেস্ট বারাসহ লন্ডনের বেশ কয়েকটি বারাতে স্কুলের আশপাশে চীকেন এন্ড চিপস, ফিশ এন্ড চিপস এবং টেইকওয়ে না খোলার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে।

 

Fast-food takeaways will be banned from opening within 400 metres of schools in a bid to tackle the capital’s child obesity epidemic.

In addition, all new chicken, fish and chip and pizza outlets will have to sign up to minimum healthy food standards before getting planning permission.

Sadiq Khan will announce the policy in his draft London Plan, the capital’s “planning bible”, due to be published later this week.

The Mayor said the move would help deal with the “ticking time bomb” of childhood obesity in London, where almost 40 per cent of children are obese or overweight by the time they finish primary school, the highest proportion in England.

Several boroughs, including Barking and Dagenham, Islington and Waltham Forest, already have measures to control chicken shops, chip shops and takeaways near schools.

Mr Khan’s plan states that new takeaways should not be permitted within 400 metres of an existing or proposed primary or secondary school.

The Mayor is also bringing in a new health standard so new takeaways have to agree to make food healthier by grilling or baking instead of frying and adding less salt.

Overweight children are more likely to miss school due to illness and to develop type 2 diabetes, heart disease and strokes as adults.

Advertisement