লন্ডনে ৩ বেডরুমের ঘরে ৩৫ জন পুরুষের বসবাস : 35 men crammed into a three-bedroom

ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে ৩ বেড রুমের একটি ঘরে ৩৫ জন পুরুষ বসবাস করতেন। প্রতিটি রুমের এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত ম্যাট্টেস বিছিয়ে তারা ঘুমাতেন। এক রুমে ৮ জন পুরুষকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। রান্নাঘর এবং ঘরের পেছনের বাগানেও পাওয়া গেছে ম্যাট্টেস। নর্থ লন্ডনের ব্রেন্ট কাউন্সিলের অফিসাররা বারাব একটি ঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। ওভার ক্রাউডিং এবং এন্টি সোসাল বিহেভিয়ারের অভিযোগ পেয়ে গত মঙ্গলবার বারার কর্মকর্তা এবং পুলিশ এই অভিযান পরিচালনা করে।

কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, অভিযানের পর তাৎক্ষনিকভাবে ঘরের টেনেন্টকে উৎখাত করা হয়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে অসুস্থ্য ল্যান্ডলর্ড, লাইসেন্সবিহীন রেন্টিং এবং হাউসিং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ৩০ হাজার পাউন্ড জড়িমানার বিধান রেখে নতুন আইন আসছে ব্রেন্ট কাউন্সিলে।

35 men crammed into a three-bedroom

Police found 35 men crammed into a three-bedroom north-west London house which had wall-to-wall mattresses in almost every room.

Eight men were found sleeping in one room, and mattresses were found in the kitchen and back garden at the property in Brent.

Council officers and police have launched an investigation into the landlord of the unlicensed shared home.

The discovery came as part of a dawn raid by officers following complaints of overcrowding and anti-social behaviour on Tuesday.

A Brent Council spokeswoman said the tenants were not evicted from the property and may remain there throughout the investigation.

The authority said it voted in new civil penalty measures to fine rogue landlords up to £30,000 for housing law breaches, such as renting out unlicensed properties.

Advertisement