লাল তালিকাভুক্ত দেশের নাম : সোমবার থেকে ইংল্যান্ডে ফিরে হোটেলে কোরানটাইনে ব্যর্থ হলে ১০ হাজার পাউন্ড এবং ১০ বছরের জেল

ব্রিটবাংলা ডেস্ক : সরকারের তালিকাভুক্ত করোনা ঝুঁকিপূর্ন ৩৩টি দেশ থেকে কোনো ব্রিটিশ এবং আইরিশ অথবা তৃতীয় কোনো দেশের নাগরিককে ১৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে প্রবেশের সাথে সাথে হোটেলে নিজ খরচে ১০ দিন কোরানটাইন করতে হবে। হোটেলে অবস্থানের সময় দুবার করাতে হবে করোনা টেস্ট। দুদিন পর প্রথম এবং ৮ দিন পূর্ন হলে দ্বিতীয় করোনা টেস্ট করাতে হবে। হোটেলে ১০ দিন কোরানটাইনের জন্য ১ হাজার ৭শ ৫০ পাউন্ড চার্জ করা হবে বলে জানিয়েছেন হ্যাল্থ সেক্রেটারী মেট হ্যানকক। হোটেল কোরানটাইনের জন্য ১৬টি হোটেলে ৪ হাজার ৬শ সিট নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

যদি কেউ তালিকাভূক্ত ৩৩টি দেশ থেকে এসে হোটেলে কোরানটাইনে ব্যর্থ বা সরকারের বিধি নিষেধ লঙ্ঘন করে অথবা এই ৩৩টি দেশ থেকে ইংল্যান্ডে ফেরার সময় কেউ যদি প্যাসেন্জার লোকেটর ফর্মে ভুল তথ্য দেয় তাহলে তাকে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হবে এবং ১০  বছর জেলদন্ড ভোগ করতে হবে বলে মঙ্গলবার পার্লামেন্টে ঘোষণা দিয়েছেন হেলথ সেক্রেটারী। এছাড়া কোরানটাইনে থাকাকালীন প্রথম করোনা টেস্ট করাতে ব্যর্থ হলে ১ হাজার পাউন্ড জরিমানা এবং দ্বিতীয় টেস্ট না করলে ২ হাজার পাউন্ড জরিমানা আরোপ করা হবে। সেই সাথে কোরানটাইনের সময় আরো ১৪ দিন বাড়ানো হবে বলেও জানান হেলথ সেক্রেটারী। আর সরকারের নির্ধারিত হোটেলে কোরানটাইন করতে ব্যর্থ হলে ৫ হাজার থেকে ১০ হাজার পাউন্ড জরিমানা আরোপ করা হবে।

এদিকে স্কটস্যান্ডেও ১৫ ফেব্রুয়ারি থেকে আকাশ পথে বিদেশ থেকে ফেরার সাথে সাথে হোটেলে ১০ দিন সেল্ফ কোরানটাইন করতে হবে। একই সঙ্গে কোরানটাইনে থাকাকালে দুদিন পর প্রথম এবং ৮দিন পূর্ন হলে দ্বিতীয় করোনা টেস্ট করাতে হবে।

স্কটিশ বিমান বন্দরের কাছাকাছি ৬টি হোটেলে অন্তত ১৩০০ রুম ব্লক বুকিং দিয়ে রাখবে স্কটিশ সরকার। প্রতি যাত্রীর জন্য ১ হাজার ৭শ ৫০ পাউন্ড চার্জ করা হবে বলে জানিয়েছেন স্কটিশ ট্রান্সপোর্ট সেক্রেটারী। তিনি  জানিয়েছেন কোরানটাইন ব্যয় মেটাতে কারো আর্থিক সমস্যা হলে সরকারের পক্ষ থেকে সহযোগিতার চেস্টা করা হবে। গত জানুয়ারীতে ১৬শ স্কটিশ নাগরিক বিদেশ থেকে ফিরেছেন বলেও জানান তিনি। আর ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে এসেছেন ৭৫০ জন।

তবে লাল তালিকাভূক্ত ৩৩টি দেশ থেকে কেউ যদি নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলসে ফিরতে চান, তাকে ইংল্যান্ডে ১০দিন কোরানটাইনের জন্যে সরকারের নির্ধারিত হোটেলে বুকিং করতে হবে। কারণ আপাতত নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলসে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তাই আন্তর্জাতিক যাত্রীদের ইংল্যান্ডে নেমে  নর্দার্ন আয়ারল্যান্ড বা ওয়েলসে যেতে হবে।

এই ৩৩ দেশের বাইরের বিদেশী এবং স্বদেশীদের আকাশ, স্থল এবং জলপথে ইংল্যান্ডে ফিরতে হলে ৭২ ঘন্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে। এই সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হলে তাৎক্ষনিকভাবে ৫শ পাউন্ড জরিমানা আরোপ করবে ইউকে বিএ অফিসাররা। এছাড়া ১০ দিন সেল্ফ আইসোলেট করতে হবে এবং যে ঠিকানায় সেল্ফ আইসোলেট করবে সেই ঠিকানা জানাতে হবে বর্ডার ফোর্স অফিসারদের।

নীচে লাল তালিকার ৩৩ টি দেশের নাম দেওয়া হল।

  • Angola
  • Argentina
  • Bolivia
  • Botswana
  • Brazil
  • Burundi
  • Cape Verde
  • Chile
  • Colombia
  • Democratic Republic of the Congo
  • Ecuador
  • Eswatini
  • French Guiana
  • Guyana
  • Lesotho
  • Malawi
  • Mauritius
  • Mozambique
  • Namibia
  • Panama
  • Paraguay
  • Peru
  • Portugal (including Madeira and the Azores)
  • Rwanda
  • Seychelles
  • South Africa
  • Suriname
  • Tanzania
  • United Arab Emirates (UAE)
  • Uruguay
  • Venezuela
  • Zambia
  • Zimbabwe
Advertisement