লিডসে চুরি করা গাড়ি দুর্ঘটনায় ৫ জন নিহত : Five killed when stolen car crashes into tree in Leeds

ব্রিটবাংলা রিপোর্ট : ইংল্যান্ডের ইয়র্কশায়ার এলাকার লিডসে গাছের সঙ্গে চুরি করা একটি গাড়ির ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক ছেলে রয়েছে। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, বাকী ৪ জনের মধ্যে ২ জন ১৫ বয়সী কিশোর এবং ২৪ ও ২৮ বছর বয়সী দু’জন পুরুষ নিহত হয়েছে।

শনিবার রাত ৯টা ৫৪ মিনিটের দিকে লিডসের মিনউড এলাকার স্টোনগেইট রোডে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার পর ১৫ বছর বয়সী দু কিশোরকে আটক করেছে। তাদের ব্যাপারে এর বেশি তথ্য প্রকাশ করেনি পুলিশ। চুরি করা গাড়িটি রিন্যাল্ট লিও। দুর্ঘটনা কবলিত এলাকার রাস্তা বন্ধ রয়েছে। তদন্তে সহযোগিতার জন্যে এ বিষয়ে কারো কোন তথ্য জানা থাকলে তা পুলিশকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

 

Five killed when stolen car crashes into tree in Leeds

Five people, including three children, have been killed after a stolen car crashed into a tree in Leeds.
The youngest victim in the crash was a 12-year-old boy, West Yorkshire Police said. Two 15-year-old boys and two men aged 24 and 28 also died.
Officers were called to Stonegate Road in the Meanwood area of the city at 21:54 GMT on Saturday.
Two 15-year-old boys are in custody. The families of the dead have all been informed, police said.
Officers have not released any details of the reason why the two teenagers are being held.
The crash involved a stolen Renault Clio.
The road remains closed and the police major collision inquiry team is investigating what happened.
Anyone with any information is asked to contact West Yorkshire Police.

Advertisement