লিভারপুলে হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে নিহত ১, আটক ৩

যুক্তরাজ্যের লিভারপুলের একটি নারী হাসপাতালের বাইরে রোববার গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় সন্ত্রাস আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাউন্টার টেররিজম পুলিশ বলেছে, গ্রেপ্তার তিনজনের বয়স যথাক্রমে ২৯, ২৬ এবং ২১। তাঁদের ঘটনার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে।মার্সিসাইড পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরিত গাড়িটি একটি ট্যাক্সি। বিস্ফোরণের কিছুক্ষণ আগে এটি হাসপাতাল থেকে বেরিয়ে আসে।এক টুইট বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমি জরুরি পরিষেবাগুলোকে ধন্যবাদ জানাই। তাঁরা দ্রুত সাড়া দিয়েছে এবং পেশাদারির পরিচয় দিয়েছে। পুলিশকেও ধন্যবাদ জানাই তাঁদের কাজ এবং তদন্তের জন্য।সূত্র : বিবিসি

Advertisement