লুটনে প্রতারক ভাই-বোনের জেলদন্ড : Brother and sister jailed for scamming pensioners bank details

ব্রিটবাংলা রিপোর্ট : প্রতারণার মাধ্যমে পেনসনারের অর্থ  আত্মসাতের দায়ে লুটনের মুসলিম ভাই-বোনকে জেল দন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত বোনের নাম ওজমা আজীজ। তার বয়স ৩২ বছর। তিনি ইলেক্ট্রোলাক্স কাস্টমার সার্ভিস এসিসটেন্স হিসেবে কাজ করতেন। আর তার ভাইয়ের নাম তসিফ আজীজ। বয়স ৩০ বছর। ওজমা ইলেক্ট্রোলাক্সের এক বয়স্ক কাস্টমারের ব্যাঙ্ক ডিটেইলস তার ভাইয়ের কাছে পাচার করেন। এরপর তার ভাই জ্বালিয়াতির মাধ্যমে ওই কাস্টমারের টাকা চুরি করে বিলাসবহুল জীবন যাবন করতে থাকেন।

আদালত জানিয়েছে, বোন ওজমার কাছ থেকে কাস্টমারের তথ্য নিয়ে ভাই তসিফ কাস্টমারকে টেলিফোন করে বলেন, তিনি  ইলেক্ট্রোলাক্সের মালামাল ডেলিভারিতে সহযোগিতা করতে পারবেন অথবা বিলম্বে ডেলিভারি দিলে ক্ষতিপুরন পাইয়ে দিতে পারবেন। এ ধরনের আশ্বাস দিয়ে কাস্টমারের সব তথ্য সংগ্রহ করেন তিনি।  এরপর কাস্টমারের সব তথ্য ব্যবহার করে নিজের ঘর এবং গাড়ির জন্যে বিভিন্ন সরঞ্জাম ক্রয় করেন তসিফ।

গত জানুয়ারীতে হ্যারডসে লুইস ভাটন ডিপার্টমেন্ট থেকে  দ্রব্য ক্রয় করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।  আরো প্রায় ১০ ক্রেডিট কার্ড জ্বালিয়াতের সঙ্গেও তার সংশ্লিষ্টতার প্রমাণ পায় পুলিশ। গত এপ্রিলে টাইনটোন ক্রাউন কোর্ট তাকে দোষি সাব্যস্ত করে।

লুটনের কিংসওয়ের বাসিন্দা তসিফ আজিজকে ৩ বছর ৬ মাস এবং লুটনের ডিলো রোডের বাসিন্দা ওজমা আজিজকে ১৮ মাসের জেলদন্ড দিয়েছে আদালত।

এর আগে ২০১২ সালেও প্রতারণার দায়ে দুই ভাই-বোনকে দোষি সাব্যস্ত করেছিল আদালত।  প্রতারণার মাধ্যমে এমপ্লয়ারের প্রায় ৫০ হাজার পাউন্ড আত্মসাতের অভিযোগে ২০১২ সালের জুলাইতে ওজমাকে ১০ মাসের জেলদন্ড দেয় আদালত। ওজমার ৩ বছর বয়সের এক ছেলে আছে। এছাড়া সে তার বৃদ্ধ মা-বাবাকেও লালন-পালন করেন।

brother and sister jailed for scamming pensioners bank details

A brother and sister have been jailed after scamming pensioners out of their bank details so that they could live a life of luxury.

Electrolux customer services assistant Ozma Aziz, 32 passed on customer details to brother Tosif Aziz, 30.

Tosif would then call back the customers and claim he could speed up delivery or offer compensation if the customer provided their bank details. He then plundered their bank details to buy go-karts, car parts and even a grand piano for his home.

Tosif Aziz carried out 10 further credit card frauds and was arrested while trying to buy goods in the Louis Vuitton department of Harrods in January 2017. He was also convicted of burglary at Taunton Crown Court in April.

Both siblings have previous convictions for dishonesty and Ozma Aziz was jailed for 10 months in July 2012 for defrauding her employer out of over £50,000. Ozma has a three-year-old son and claims she cares for the pair’s elderly and infirm parents.

Judge Michael Kay QC told the couple: ‘One way or another, you sought to extract details of their credit or debit cards and their PIN numbers. The oldest among the victims was 80 years old.

‘It was a despicable crime because you were taking advantage of people’s trust in quite a considerable and sophisticated way.

‘It’s not surprising to me that having phoned Electrolux about a complaint and being phoned back 30 minutes later by someone who knew the details of their complaint, that people handed you their financial information.’

Tosif from Kingsway, Luton, was sentenced to three and a half years in prison while Ozma, of Dallow Road, Luton was jailed for 18 months Detective Constable Scott Hannam, said:

‘This devious duo callously scammed people out of their hard earned money, taking advantage of Ozma’s access to personal details to fund their own frivolous desires.

‘It was only a matter of a time before they were found out and I’m glad that they have now been made to pay with a custodial sentence. I hope this sends a lesson out to anyone else who thinks they can benefit by committing fraud.’ #source#metro

 

 

Advertisement